মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির জন্মদিনে প্রকাশ্যে এল এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির পোস্টার। ভারতীয় দলের ক্যাপ্টেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টারটি টুইট করেছেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। ছবিতে ধোনির ভূমিকায় মুখ্য অভিনেতা হিসেবে সুশান্তকেই দেখা যাবে।
অসাধারণ প্রতিশ্রুতিবাহী ঝকঝকে এই পোস্টারটি ফিল্মি মহলে প্রশংসা কুড়িয়েছে। সুশান্ত ছাড়াও ছবিতে রয়েছেন কায়ারা আডবাণী ও দিশা পাটানি। নীরজ পাণ্ডের পরিচালনায় এই ছবিটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে।