মুম্বই: তাঁর সদ্য় মুক্তি পাওয়া ছবি ঘিরে বারে বারে বিতর্ক, অভিযোগ। বেশ কিছুদিন পেরিয়ে গেলেও, বিভিন্ন বিষয়ে বারে বারে শিরোনামে উঠে এসেছে 'আদিপুরুষ' (Adipurush)। আর সেই ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। প্রভাস (Prabhas)। আর এবার, প্রকাশ্যে এল তাঁর নতুন ছবির খবর। 


আগামী ৬ জুলাই, মুক্তি পাবে 'সালার' (Salaar) ছবিটির প্রথম ঝলক বা টিজার। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে। ৬ তারিখ ভোরে প্রথম 'সালার'-এর টিজারে অন্যভূমিকায় দেখা যাবে প্রভাসকে। আজ যে পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট নয় প্রভাসের মুখ। ছবিটি পিছন থেকে তোলা। এই ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), শ্রুতি হাসান (Shruti Haasan) ও জগপতি বাবু (Jagapathi Babu)-কে। 


প্রভাসের এই ছবির খবর প্রকাশ্যে এসেছিল আগেই। তবে 'আদিপুরুষ'-এর পরে প্রভাসের আগামী ছবি নিয়ে বেশ চর্চা ও জল্পনা রয়েছে। প্রভাস এবার ঠিক কী রূপে পর্দায় আসেন, তা দেখা জন্য উৎগ্রীব সকলে। তবে 'আদিপুরুষ' বিতর্ক কী প্রভাব ফেলবে প্রভাসের নতুন ছবির ওপর? নাকি নতুন প্রভাসকে একেবারে নতুনভাবেই গ্রহণ করবেন দর্শক, সেই উত্তর দেবে সময়। 


 






 


সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওম রাউত (Om Raut) পরিচালিত এবং প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon), সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। কিন্তু মুক্তির দিন থেকেই একের পর এক বিতর্কের উদ্রেক করেছে এই ছবি। বিপুলভাবে সমালোচিতও হয়েছে। সদ্য 'আদিপুরুষ' ছবির নির্দিষ্ট কিছু সংলাপের জন্য এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) কাছে তিরস্কৃতও হতে হয়েছে ছবির নির্মাতাদের।


বিভিন্ন প্রসঙ্গের মধ্যে 'আদিপুরুষ' ছবির নির্দিষ্ট কিছু সংলাপের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শক। একাধিক দর্শকের মতে ওই সংলাপ, 'ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে'। আদালত ছবির সহ-লেখক মনোজ মুনতাশির শুক্লাকে মামলায় পক্ষ করার নির্দেশ দেন এবং এক সপ্তাহের মধ্যে জবাব দিতে নোটিস জারি করেছিলেন।


আরও পড়ুন: Ditipriya Roy Exclusive: 'রানি রাসমণি নই, আমি দিতিপ্রিয়া! চিত্রনাট্যের প্রয়োজনে ইমেজ ভাঙবই'


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial