মুম্বই:‘তানাজি’ খ্যাত পরিচালক ওম রাউতের নির্দেশনায়‘আদিপুরুষ’ ছবিতে রামের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার ‘বাহুবলী’-খ্যাত প্রভাস। প্রভাসকে নিয়ে কাজের ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওম বলেছেন, ‘নিজেকে রাম করে তুলতে প্রভাস পরিশ্রম শুরু করেছে। ওর চেহারাটা একজন ধনুর্ধরের মতো শেপে আসতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমরা বেশ কয়েকজন বিশেষজ্ঞের মতামতও নিয়েছি। কিছুদিনের মধ্যেই তীরন্দাজির প্রশিক্ষণ নেওয়া শুরু করবে প্রভাস।‘
ওম আরও বলেন, ‘বরাবরই আমি রাম হিসেবে প্রভাসকে নেওয়ার কথাই ভেবে এসেছি। এই রোলটার প্রতি সুবিচার ওর মতো করে কেউই করতে পারবে না বলে আমি মনে করি। ওকে মাথায় রেখেই আমি চিত্রনাট্য লিখেছি, ছবির সিকোয়েন্স সাজিয়েছি। শান্ত এবং আগ্রাসী, দুটো রূপই ওর মধ্যে চমৎকার ফুটে ওঠে। আর সেটাই রাম চরিত্রের বৈশিষ্ট্য।‘
উল্লেখ্য হিন্দি ও তেলুগু ভাষায় তৈরি হবে এই ছবি। এছাড়া তামিল, মালয়ালম, কন্নড় সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ভাষায় ডাবিং করা হবে। জানা গিয়েছে, আগামী বছর শুটিং শুরু হবে ছবির। মুক্তি পাবে ২০২২ সালে। রামায়ণের উপর্ নির্ভর করে তৈরি হচ্ছে এই ছবির কাহিনি। খলনায়ক অর্থাৎ রাবণের চরিত্রের জন্যা একজন প্রখ্যাচত অভিনেতার সঙ্গে কথাবার্তা বলছেন ছবির নির্মাতারা।ছবির প্রযোজনায় টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার। প্রভাসের সঙ্গে এটা তাঁর তৃতীয় ছবি হতে চলেছে। ওমের সঙ্গে এটা তাঁর দ্বিতীয় ছবি।
বলিউডের জনপ্রিয় পরিচালকদের একজন ওম। মাত্র দুটি ছবির মধ্যফ দিয়েই মারাঠি ও হিন্দি ছবিতে নিজের ছাপ ফেলতে সক্ষম হয়েছেন তিনি। মারাঠিতে লোকমান্য তিলকের বায়োপিক ‘লোকমান্যি- এক যুগপুরুষ’ ছবিটি পরিচালনা করেন তিনি।
বলিউডে মারাঠা যোদ্ধা তানাজি মালুসারের জীবন কাহিনি নিয়ে তৈরি করেন ‘তানাজি- দ্য আনসাং ওয়ারিয়ার’। এবার তৃতীয় ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ওম।