আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ছবির ‘ফার্স্ট লুক’ প্রকাশের একটি ছবি পোস্ট করেন জাভড়েকর। সঙ্গে লেখেন, হলিউড ও দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির যুগ্ম উদ্যোগে তৈরী হতে চলেছে এই ছবি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের জীবন তুলে ধরা হবে চিত্রনাট্যে। এই বছরের শেষে মুক্তি পাবে ‘এপিজে আবদুল কালাম-দ্য মিসাইল ম্যান’।
জগদীশ দানেটি, সুবর্ণ পাপ্পু এবং মার্টিনি ফিল্মসের জনি মার্টিনের যুগ্ম প্রযোজনার সিনেমাটি নির্মিত হবে। মুখ্যচরিত্রে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ওলি-কে। জাভড়েকর আরও জানান যে, আমেরিকার মার্টিনি ফিল্মস এবং পিঙ্ক জাগুয়ার এন্টারটেনমেন্ট ভারতে পাঁচটি সিনেমা তৈরি করবে। সেই প্রকল্পে মার্কিন বিনিয়োগও থাকবে।