মুম্বই: নিজের টুইটার হ্যান্ডলে দক্ষিণ এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) জানিয়েছেন যে, তিনি 'মৌন ব্রত' নিচ্ছেন। স্বাভাবিকভাবেই অভিনেতার এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। যদিও কেন তিনি 'মৌন ব্রত' নিচ্ছেন বা তাঁকে নিতে হচ্ছে, সেকথাও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রকাশ করেছেন অভিনেতা।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জনপ্রিয় দক্ষিণী ছবি 'জয় ভীম' (Jay Bhim)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সূর্য (Suriya)। 'জয় ভীম' ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের এবং হিন্দি ছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। ছবিতে তাঁর চরিত্রটিকে ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্ক দেখা গিয়েছে। 'জয় ভীম' ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন প্রকাশ রাজ ছবিতে। ছবির একটি দৃশ্যে দেখা যায়, তিনি এক ব্যক্তিকে চড় মারছেন হিন্দিকে তাঁকে কথার উত্তর দেওয়ার কারণে। স্বাভাবিকভাবেই এমন দৃশ্য ছবিতে দেখানোর পর থেকেই ছবির এই দৃশ্য ঘিরে নানা বিতর্ক দেখা গিয়েছে। অভিনেতা প্রকাশ রাজও এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন।
সম্প্রতি শারীরিকভাবে সুস্থ থাকলেও অভিনেতা প্রকাশ রাজের স্বরযন্ত্রে (Vocal Cords) অস্ত্রপচার করাতে হয়েছে। অপারেশনের পর তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। কিন্তু চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী আগামী কিছুদিন তিনি কথাবার্তা বলতে পারবেন না। বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজ সেই খবরটাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের জানিয়েছেন। এদিন নিজের টুইটার হ্যান্ডলে অভিনেতা লেখেন, 'চিকিৎসকরা সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করে নিয়েছেন। আমি একেবারেই দুর্দান্ত রয়েছি। শুধুমাত্র আমার স্বরযন্ত্রটির এখন আগামী এক সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। তাই 'মৌন ব্রত' (Mouna Vratha) নিচ্ছি'।
প্রকাশ রাজের এই পোস্টের পরই অনুরাগীরা তাঁর শারীরিক সুস্থতা কামনা করে কমেন্ট করেছেন।