এই মামলা প্রতিদিনই কিছু নয়া মোড় নিচ্ছে। গতকালই প্রত্যুষার আত্মহত্যা মামলা থেকে সরে দাঁড়ান রাহুলের আইনজীবী নীরজ। তাঁর দাবি ছিল, রাহুল তাঁর কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। নীরজের দাবি তিনি এই মামলা সংক্রান্ত বহু তথ্য সংবাদমাধ্যমের থেকে পেয়েছেন।
রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৫০৪, ৫০৬, ৩২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলা সম্পর্কে বিষদে কিছু জানাতে চায়নি পুলিশ। এদিকে যেসমস্ত চিকিত্সকেরা রাহুলের চিকিত্সা করছেন, তাঁরা জানিয়েছেন, তাঁর মধ্যে এখনও আত্মহত্যার প্রবণতা রয়েছে। ওষুধের প্রভাব কেটে গেলেই তিনি আত্মহত্যা করবার চেষ্টা করছেন।
গত শুক্রবার ‘বালিকা বধু’ খ্যাত ২৪ বছরের প্রত্যুষা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।