মুম্বই:  ছোটপর্দার অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা মামলায় এবার তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। মঙ্গলবারই প্রত্যুষার বাবা-মা থানায় রাহুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেন। তারপরই আদালতে মামলা দায়ের করা হয়। অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ হওয়ার ফলে প্রশ্ন উঠে গেল, তাহলে কি এবার গ্রেফতার করা হবে রাহুলকে? রবিবার পুলিশি জেরার মুখে অসুস্থ হয়ে পড়ায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন রাহুল।


এই মামলা প্রতিদিনই কিছু নয়া মোড় নিচ্ছে। গতকালই প্রত্যুষার আত্মহত্যা মামলা থেকে সরে দাঁড়ান রাহুলের আইনজীবী নীরজ। তাঁর দাবি ছিল, রাহুল তাঁর কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। নীরজের দাবি তিনি এই মামলা সংক্রান্ত বহু তথ্য সংবাদমাধ্যমের থেকে পেয়েছেন।

রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৫০৪, ৫০৬, ৩২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলা সম্পর্কে বিষদে কিছু জানাতে চায়নি পুলিশ। এদিকে যেসমস্ত চিকিত্সকেরা রাহুলের চিকিত্সা করছেন, তাঁরা জানিয়েছেন, তাঁর মধ্যে এখনও আত্মহত্যার প্রবণতা রয়েছে। ওষুধের প্রভাব কেটে গেলেই তিনি আত্মহত্যা করবার চেষ্টা করছেন।

গত শুক্রবার ‘বালিকা বধু’ খ্যাত ২৪ বছরের প্রত্যুষা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।