ম্যাঞ্চেস্টার: লর্ডসে সিরিজের প্রথম টেস্টে হারের ধাক্কা কাটিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৫৮৯ রান করার পর পাকিস্তানকে ১৯৮ রানেই অলআউট করে দেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা। পাকিস্তানকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৯৮ রান করে ফেলেছেন অ্যালেস্টার কুকরা। তাঁরা এখন ৪৮৯ রানে এগিয়ে। ম্যাচের বাকি পুরো দু দিন। আবহাওয়া বিরূপ না হলে ইংল্যান্ডের জেতা সময়ের অপেক্ষা।

ইংরেজ অধিনায়ক কুক প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ব্যাট করছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন প্রথম ইনিংসে ২৫৪ রান করা জো রুট। আশা করা যায়, লিড আরও বাড়িয়ে আজই পাকিস্তানকে ব্যাট করতে নামাবেন কুক। ফলে মিসবা উল হকের দলের সামনে কঠিন লড়াই।