ওয়াশিংটন: কার চুলের ছাঁট আপনার দারুণ পছন্দ? হালফিলের শাহরুখ, সলমন নাকি ম্যাটিনি আইডল উত্তমকুমার? তা শুধু পছন্দ হলেই তো হবে না, সেই ছাঁট আপনার মুখে মানায় কিনা, তাও তো দেখতে হবে। চুল সংক্রান্ত দুশ্চিন্তা লাঘব করতে বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন নতুন এক সফটওয়্যার। এই প্রযুক্তি শুধু আপনাকে কোন হেয়ারস্টাইল আর কালারে কেমন লাগবে তাই বলে দেবে না, কোনও শিশু বা পূর্ণবয়স্ক মানুষ ছদ্মবেশে কীরকম লাগতে পারে তাও জানিয়ে দেবে।
সফটওয়্যারটির নাম ড্রিমবিট। ডেভেলপ করেছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা। এতে পরিষ্কার বোঝা যাবে, ২৫ বছরে আপনার যা চেহারা, তা ৫০-এ কেমন হবে। আজ যদি আপনি ভারত ছেড়ে আচমকা আন্টার্কটিকা চলে যান, তাহলে সেই জায়গাবদলই বা কতটা প্রভাব ফেলবে চেহারায়।
কীভাবে ব্যবহার করতে হবে এই সফটওয়্যার? কিচ্ছু না, নিজের একটা ছবি প্রথমে কম্পিউটারে আপলোড করুন, তারপর সার্চ দিন, যেমন কার্লি হেয়ার। সফটওয়্যার নিজে থেকেই ওই ক্যাটাগরিতে যাবতীয় ছবি বার করবে, তারপর আপনার মুখে প্রতিটি চুলের ছাঁট বসিয়ে তক্ষুনি দেখিয়ে দেবে, কেমন দেখতে লাগছে আপনাকে।
তা ছাড়া নিখোঁজ শিশু বা জেলপালানো অপরাধীকে সনাক্ত করতেও দারুণ কাজ দেবে ড্রিমবিট। ছদ্মবেশে থাকলে তাদের কেমন দেখতে হতে পারে, এমনকী বেশ কয়েক বছর পর বয়স বেড়ে গেলেই বা তাদের কেমন দেখাবে, তারও তল্লাশ দেবে এই সফটওয়্যার।
কোন ছাঁট সবথেকে মানাবে আপনাকে? বলে দেবে এই সফটওয়্যার
ABP Ananda, web desk
Updated at:
25 Jul 2016 02:44 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -