কলকাতা: ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিক জোনাস (Nick Jonas) ও প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এখন তাঁদের জীবনে এসেছে একরত্তি কন্যা মালতি। আর সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। 


প্রিয়ঙ্কা বিয়ে সেরেছিলেন রাজস্থানের বিলাসবহুল একটি প্যালেসে। খ্রীস্টান থেকে শুরু করে হিন্দু, সমস্ত রীতি মেনেই বিয়ে করেছিলেন তিনি। আর সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর বিয়ে নিয়ে কথা উঠতে প্রিয়ঙ্কা বলেন, 'আমি স্বপ্ন দেখতাম, একটি প্যালেসে বিয়ে করার। আমি বলছি না আমি যা করি সবকিছু খুব সূক্ষ। তবে আমি যাই করি, সেটা বড়, বিশাল কিছু। আমি নিজেকে একজন যথেষ্ট ব্যক্তিত্বশালী মানুষ বলেই মনে করি। হ্যাঁ, আমার বিয়ের যাবতীয় আয়োজন বড় ছিল, কিন্তু আমন্ত্রিত ছিলেন মাত্র ১১০জন মানুষ। আমার ও আমার স্বামী নিকের খুব কাছের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল। '


২০১৮ সালের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন নিক প্রিয়ঙ্কা। বিয়ের এক-একটি অনুষ্ঠানের জন্য এক একজন ডিজাইনারের পোশাক বেছেছিলেন প্রিয়ঙ্কা। তিনি তাঁর খ্রীস্টান বিয়ের দিন একটি সাদা রঙের গাউন পরেছিলেন তিনি। সম্পূর্ণ হাতে সেলাই করা এই গাউনটি তৈরি করতে সময় লেগেছিল ১৮২৬ ঘণ্টা। এই গাউনে সেলাই করে ফুটিয়ে তোলা হয়েছিল বিশেষ কিছু শব্দবন্ধ। সেগুলি হল, 'নিকোলাস জেরি জোনাস, ১ ডিসেম্বর ২০১৮, মধু ও অশোক, ওম নমঃ শিবায়, পরিবার, আশা, সহমর্মিতা ও ভালবাসা (Nicholas Jerry Jonas, 1st December 2018, Madhu and Ashok, Om Namah Shivay)। দিল্লি, মুম্বই ও রাজস্থান, এই তিন জায়গায় বিয়ের বিভিন্ন অনুষ্ঠান করেছিলেন প্রিয়ঙ্কারা। বিয়ের আগে নিকের সঙ্গে ৭ মাস প্রেম করেছিলেন প্রিয়ঙ্কা।                       


শোনা যায়, এর আগে শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়ঙ্কা। সেই সম্পর্ক এতটাই গভীর ছিল, যে শোনা যায় তাঁরা গোপনের বিবাহও করেছিলেন। কিন্তু একে অপরকে 'ভাল বন্ধু'-র থেকে বেশি আর কখনোই কিছু বলেননি তাঁরা। ফলে সেই সম্পর্ক কেবল চর্চিতই রয়ে গিয়েছে। শাহরুখ ও প্রিয়ঙ্কা দুজনেই এখন নিজের নিজের জীবনে ব্যস্ত। 


আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?


আরও পড়ুন: Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার'