মুম্বই: মায়ের জন্মদিন, আর তাই সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে আদরমাখা ছবি পোস্ট করলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। কিন্তু শুধু কী মা? সঙ্গে রইল প্রিয়ঙ্কার একরত্তি মেয়েও। সোশ্যাল মিডিয়ায় মা মধু চোপড়ার সঙ্গে প্রিয়ঙ্কার ছবি নজর কাড়ল নেটিজেনদের।


আজ মা মধু চোপড়ার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তিন প্রজন্মের ছবি শেয়ার করে নিলেন প্রিয়ঙ্কা। নায়িকার কন্যা মালতী ম্যারিকে জড়িয়ে ধরে আছেন দিদা, আর মাকে আর মালতীকে জড়িয়ে ধরে প্রিয়ঙ্কা। শুধু ছবি নয়, ক্যাপশানে রইল প্রিয়ঙ্কার লম্বা বার্তাও। অভিনেত্রী লিখছেন, 'শুভ জন্মদিন মা। তুমি সবসময় হাসো এমন করেই। তুমি আর তোমার জীবনের সমস্ত অভিজ্ঞতা আমায় প্রতিদিন ভীষণভাবে উদ্বুদ্ধ করে। তোমার একাকি ইউরোপ ট্যুর আমার কাছে তোমার সেরা জন্মদিন উদযাপন ছিল। তোমায় ভালোবাসি।'


আরও পড়ুন: Kareena Kapoor: বাবা সইফের কোন স্বভাবটি পেয়েছে তৈমুর? ফাঁস করলেন করিনা


মাতৃদিবসে মেয়ের ছবি প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন প্রিয়ঙ্কা। চলতি বছরের শুরুতেই সারোগেসি পদ্ধতির মাধ্যমে মা হন প্রিয়ঙ্কা। বাবা হন নিক জোনাস।  ১৫ই জানুয়ারি  সান দিয়াগোর  হাসপাতালে জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান। পরে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা জানান তাঁর মেয়ের নাম। মালতি ম্যারি। অবশ্য জন্মের পরে মেয়েকে বাড়ি আনতে পারেননি প্রিয়ঙ্কা। শারীরিক অবস্থা খারাপ থাকার দরুণ, দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল একরত্তি মালতিকে।  নিক-প্রিয়াঙ্কার মেয়ের শারীরিক অবস্থার জন্যই ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিল। মাদার্স ডে-তেই মেয়েকে বাড়ি নিয়ে আসেন নিক-প্রিয়ঙ্কা। তবে এখনও পর্যন্ত মেয়ের স্পষ্ট ছবি প্রকাশ্যে আনেননি জোনাস দম্পতি।


মেয়েকে বাড়ি নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা। লিখেছিলেন, আমরা আনন্দিত যে আমাদের ছোট্ট মেয়েটি অবশেষে বাড়িতে এসেছে, । Rady Children’s La Jolla এবং Cedar Sinai, Los Angeles-এর প্রত্যেক ডাক্তার, নার্স এবং বিশেষজ্ঞকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা প্রতিটি ধাপে নিঃস্বার্থভাবে পাশে ছিলেন। আমাদের পরবর্তী অধ্যায় এখন শুরু হবে। শেষে মজা করে লেখেন, আমাদের মেয়েটা সত্যি বড্ড 'বদমাস'.... মা-বাবা দুজনে তোমায় খুব ভালবাসে।'