মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়ার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে উঠে কড়া জবাব দিচ্ছেন তিনি। এমনকী থাপ্পড় মারার কথাও বলছেন।


ভিডিওটি অবশ্য নতুন নয়, মাসখানেক পুরনো। ইউনিসেফের অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউড থেকে হলিউডে যাওয়া অভিনেত্রী। দেখা যাচ্ছে, প্রিয়ঙ্কা মহিলাদের বলছেন, যদি কেউ আপনার সঙ্গে আপত্তিকর ব্যবহার করে বা উত্যক্ত করে, তবে তাকে জোরে থাপ্পড় মারা উচিত।

তিনি আরও বলছেন, নারী পুরুষের সমানাধিকার মানে তাদের গায়ের জোর এক হওয়া উচিত, এমনটা নয়। কিন্তু কথা হল, যদি কোও পুরুষ কোনও কোম্পানির সিইও হয়ে যান, তখন কেউ তাঁর কাছে জানতে চায় না, সন্তান ও কেরিয়ার দুটো এক সঙ্গে কী করে সামলাচ্ছেন। অথচ ওই একই কাজ যদি কোনও মহিলা করেন, তখন উঠে আসে একশ প্রশ্ন। যদি কেউ কোনও মহিলাকে উত্যক্ত করে তবে তাকে ঠাসিয়ে চড় মারা উচিত, সেটা তার প্রাপ্য।

দেখুন সেই ভিডিও