নিউইয়র্ক: বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯-এ প্রিয়ঙ্কা চোপড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে। সমারোহে নজরকাড়া ভঙ্গিতে দেখা গিয়েছে নিক জোনাল ঘরণী প্রিয়ঙ্কাকে। আর তাঁর এই লুক যে কত মহার্ঘ্য, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো।
এই ইভেন্টে যে পোশাক ও অ্যান্টিক জুয়েলারি পরেছিলেন, তার দাম ১.৮ কোটি টাকা। পেজসিক্স ডট কম-এ প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯-এ তাঁর স্টাইল স্টেটমেন্টে সবার নজর কেড়ে নেন প্রিয়ঙ্কা। তাঁর পরনে ছিল ছিল চোখধাঁধানো গাউন। আর এই পোশাকে তাঁকে মানিয়েওছিল দুর্দান্তভাবে।




কানে ঝলমল করছিল টিফ্যানি অ্যান্ড কোম্পানির ৫,৬০০ ডলার মূল্যের হীরের দুল। সঙ্গে এর ম্যাচিং ১২,০০০ ডলারের ব্রেসলেট। দুটোই ছিল টি কালেকশন ব্র্যান্ডের। আর এরইমধ্যে সবচেয়ে অভিনব ছিল তাঁর নেকলেস ও পেন্ডেন্ট।




৩৬ বছরের অভিনেত্রীর গলায় ছিল ১১,০০০ ডলার দামের টিফ্যানির হার্ডওয়ার বল পেন্ডেন্ট। ৫৫,০০০ ডলারের ভিক্টোরিয়া গ্র্যাজুয়েটেড লাইন নেকলেস। সঙ্গে ১৬৫,০০০ ডলারের সার্কলেট ডায়মন্ড নেকলেস।




এইসঙ্গে ছিল ২৩০০ ডলারের টি ওয়ার রিং, টি টু চেন রিং ও অন্য হোয়াইট গোল্ড টি-ওয়ার রিং, যেগুলির মূল্য যথাক্রমে ৮৫০ এবং ৮২৫ ডলার।
আর যে ফুটওয়ার পরেছিলেন তিনি, তার দাম ৫০,০০০ ডলার। সঙ্গে ছিল ৩,৬২০ ডলার দামের ব্যাগ।