নিকের সঙ্গে নিজের জন্মদিন পালন প্রিয়ঙ্কার, ছবি ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jul 2018 04:36 PM (IST)
লন্ডন: বলিউড অভিনেত্রী এবং আন্তর্জাতিক তারকা প্রিয়ঙ্কা চোপড়ার আজ ৩৬ বছরের জন্মদিন। এবারের জন্মদিন মুম্বইয়ে নয়, লন্ডনে নিক জোনাসের সঙ্গেই কাটালেন পিগি চপস। কেক সহ জন্মদিনের আগের রাতের দুজনের একান্ত মুহূর্তের ছবিও ভাইরাল। বান্ধবীকে বার্থ ডে ডিনার করাতে নিয়ে গিয়েছিলেন নিক। এদিকে আলি আব্বাস জাফরের পরিচালনায় প্রিয়ঙ্কার ছবি ভারত-এর শ্যুটিং শুরু হবে শীঘ্রই। ছবিতে প্রিয়ঙ্কার বিপরীতে রয়েছেন সলমন খান। এছাড়া রয়েছেন তব্বু, দিশা পাটানি এবং সুনীল গ্রোভার।