গত বছর পয়লা ডিসেম্বর বিয়ে করেন নিক-প্রিয়ঙ্কা। বিয়ে হয় রাজস্থানের যোধপুরে হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে। তবে বলিউডের হাতে গোনা তারকাই নিমন্ত্রিত ছিলেন। দেখুন! লস অ্যাঞ্জেলসে প্রিয়ঙ্কা পালন করলেন তাঁর প্রথম করওয়া চৌথ
ABP Ananda, Web Desk | 18 Oct 2019 08:47 AM (IST)
দেখুন প্রিয়ঙ্কার করওয়া চৌথ পালন।
কলকাতা: গত বছর বিয়ে করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। আমেরিকার লস অ্যাঞ্জেলসে পালন করলেন তাঁর প্রথম করওয়া চৌথ। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। তবে তাতে দেখা যাচ্ছে না তাঁর স্বামী নিক জোনাসকে। প্রিয়ঙ্কা একটি সেলফি শেয়ার করেছেন, তাতে তিনি ছাড়া রয়েছেন তাঁর তিন বন্ধু। লিখেছেন, আমি আর আমার বন্ধুরা, শুভ করওয়া চৌথ।