মুম্বই: ১৮ তারিখ ৩৭-এ পা দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। বিয়ের পর এটাই ছিল তাঁর প্রথম জন্মদিন। কীভাবে জন্মদিন পালন করলেন তিনি? দেশি গার্লের মার্কিন স্বামী নিক জোনাস তারই এক ঝলক দিয়েছেন ইনস্টাগ্রামে।

দুটি ছবি পোস্ট করেছেন নিক। প্যারিসে অল্পদিন আগে তাঁর ভাই জো জোনাস ও অভিনেত্রী সোফি টার্নারের বিয়েতে প্রিয়ঙ্কা গিয়েছিলেন গোলাপি শাড়িতে। তাঁর দুটি  ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।



আর পোস্ট করেছেন ছোট্ট একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, লাল টকটকে মিনি ড্রেসে জন্মদিনের পার্টির জন্য তৈরি প্রিয়ঙ্কা। আর পার্টিতে যাওয়ার আগে তিনি কোমর দুলিয়ে নাচ করছেন নিকের জন্য।

নিক ভিডিওর ক্যাপশন দিয়েছেন বার্থডে গার্ল, সঙ্গে হার্টের ইমোজি। তিনি নিজেরও একটি ইমোজি ভিডিওর মধ্যে পোস্ট করেছেন।