মুম্বই: আয়ের দিক দিয়ে সেরা ভারতীয় অভিনেত্রীদের তালিকায় সম্ভাব্য প্রথম প্রিয়ঙ্কা চোপড়া। ঘটনাক্রমে ছুটিতেও তাঁর পকেটে আসতে চলেছে প্রায় ১০০ কোটি টাকা!

এমনিতে হলিউড টিভি সিরিজ ও সিনেমায় অভিনয়ের জন্য মার্কিন মুলুকেই থাকছেন প্রিয়ঙ্কা। সম্প্রতি, খবরে মিলেছে যে তাঁর অভিনীত ‘বেওয়াচ’-এর পোস্ট প্রোডাকশন এবং বিপুল জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র পরবর্তী শ্যুটিং শুরু হওয়ার আগে অভিনেত্রী ৪০ দিনের জন্য ভারতে আসছেন।

তো সকলেই মনে করেছেন, সম্ভবত ব্যস্ত শ্যুটিংয়ের ফাঁকে ছুটি পেয়ে হয়ত পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আসছেন। কিন্তু, তাঁদের ভুল ভাঙতে বেশি দেরী হয়নি। শোনা যাচ্ছে, এই ৪০ দিনের সফরে প্রায় ২৪টি বিজ্ঞাপনী প্রচার সারবেন প্রিয়ঙ্কা। আর সেই বাবদ তাঁর পারিশ্রমিক হতে চলেছে ১০০ কোটি টাকা!

জানা গিয়েছে, ওই বিজ্ঞাপনী তালিকায় রয়েছে ঠান্ডা পানীয় থেকে শুরু করে জুয়েলারি ব্র্যান্ড, বিমান সংস্থা থেকে রিয়েল এস্টেট। কিছুদিন আগেই একটি প্রখ্যাত ম্যাগাজিনের সমীক্ষায় বিশ্বের সবচেয়ে ১০০ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম উঠেছে প্রিয়ঙ্কার।