বেঙ্গালুরু: আইপিএলের কোয়ালিফায়ারে গুজরাত লায়ন্সের ১৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একটা সময় ২৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ততক্ষণে ফিরে গিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানরাও। কিন্তু এবি ডিভিলিয়ার্সের দাপটে হার মানতেই হল সুরেশ রায়নার দলকে। ম্যাচের পর এবির প্রশংসায় পঞ্চমুখ কোহলি।
চলতি আইপিএলে বরাবরই দেখা গিয়েছে কোহলির দাপট। কিন্তু গত রাতে খালি হাতে ফেরেন তিনি। পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরও অনেকেই আশা রেখেছিলেন এবির ওপর। সেই আস্থার যথাযোগ্য মর্যাদা দিয়েছেন এবি। অপরাজিত ৭৯ রান করে দলকে ফাইনালে তুললেন তিনি।
কোহলির দাপটে খানিকটা হলেও ডিভিলিয়ার্স কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন। যদিও ১৫ ম্যাচে ১৭০.০৭ স্ট্রাইক রেটে ৬৮২ রান করেছেন তিনি।
শেষপর্যন্ত অত্যন্ত প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠলেন ডিভিলিয়ার্স। এতদিন আড়ালে হলেও একটা বিতর্ক চলছে- সেরা কে? কিন্তু গতকালের ওই ইনিংসের পর এ ব্যাপারে কোনও বিতর্ক থাকতে পারে বলে মনে করছেন না কোহলি। ডিভিলিয়ার্সের ম্যাচ জেতানো ইনিংস দেখে মুগ্ধ তিনি।
ম্যাচের শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে দলের সাফল্যের কৃতিত্ব কোহলি দক্ষিণ আফ্রিকান ডিভিলিয়ার্সকেই দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে, এখানে বিজয়ী অধিনায়ক হিসেবে দাঁড়িয়ে রয়েছি। এখানেই তো সব বিতর্ক খতম। আমি ডিভিলিয়ার্সের শ্রেষ্ঠত্ব স্বীকার করছি। বড় ম্যাচ হলেই এবি জ্বলে ওঠে। চাপের মুখে এটা অন্যতম সেরা ইনিংস। ওর জন্য আমি খুব খুশি’।
ডিভিলিয়ার্সকে যোগ্যসঙ্গত দেওয়ার জন্য তরুন ক্রিকেটার ইকবাল আবদুল্লারও প্রশংসা করেছেন কোহলি। ডিভিলিয়ার্স ও আবদুল্লার অবিচ্ছিন্ন ৯১ রানে পার্টনারশিপ দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।