ট্রেন্ডিং

সলমন খানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

নজর এড়িয়ে সলমনের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা, বেআইনি ঢুকতে গিয়ে গ্রেফতার হন ঈশা নামক এক মহিলা

কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কাজল, কথা বললেন 'অপারেশন সিঁদুর' নিয়েও!

'কেবিসি'-তে অমিতাভ বচ্চনের জায়গা নিতে চলেছেন সলমন খান? সত্যিটা কী?

বিশ্বের মঞ্চে ভারতের সংস্কৃতিকে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নীতা অম্বানির, নিউ ইয়র্কে ৩দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন
পোশাকে লেখা পুলওয়ামা, পহেলগাঁও, মুম্বই হামলার কথা! 'কান'-এ চর্চায় সোনম ছাবড়ার ফ্যাশন
দীপাবলীর সময় বাজি না পোড়াতে উপদেশ দিয়েছিলেন, আর এবার নিজেই সিগারেট ফুঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড প্রিয়ঙ্কা চোপড়া
ছবিতে দেখা যাচ্ছে, নিক-প্রিয়ঙ্কা পাশাপাশি বসে। নিকের মুখে চুরুট, প্রিয়ঙ্কা সিগারেট খাচ্ছেন। উল্টোদিকে বসে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া, তিনিও ধরিয়েছেন মোটাসোটা এক চুরুট।
Continues below advertisement

মুম্বই: বিয়ের পর থেকেই টানা সংবাদ শিরোনামে প্রিয়ঙ্কা চোপড়া। কখনও তিনি বর নিক জোনাসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আবার কখনও বা হইহই করে কাটছেন জন্মদিনের কেক। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ট্রোলড হলেন প্রিয়ঙ্কা। কারণ, তাঁর একটি সাম্প্রতিক ছবি।
ছবিতে দেখা যাচ্ছে, নিক-প্রিয়ঙ্কা পাশাপাশি বসে। নিকের মুখে চুরুট, প্রিয়ঙ্কা সিগারেট খাচ্ছেন। উল্টোদিকে বসে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া, তিনিও ধরিয়েছেন মোটাসোটা এক চুরুট।
ব্যস, নেটিজেনদের মনে পড়ে গিয়েছে, এই প্রিয়ঙ্কাই দীপাবলীর সময় বলেছিলেন, তাঁর হাঁপানি আছে, বাজি পোড়ালে ধোঁয়ায় কষ্ট হয়, তাই বাজি না পোড়ানো উচিত। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি সিগারেটের ধোঁয়ায় আজকাল হাঁপানি সেরে যাচ্ছে?
দেখুন কিছু টুইট
এখনও অবশ্য এ নিয়ে প্রিয়ঙ্কার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে