নয়াদিল্লি: দৌড়। দৌড়। দৌড়। নিঃশব্দে, এক নিশ্বাসে ইউরোপ জয়! ১৯ দিনে পাঁচ পাঁচটা স্বর্ণপদকের মালিক অসমের হিমা দাস। পোল্যান্ড থেকে প্রাগ, হিমা দৌড়োচ্ছেন আর সোনায় ভরছে তাঁর ঝুলি। অবিরাম স্বপ্নপূরণের পথে ছুটছেন ১৯ বছরের অ্যাথলিট। পাখির চোখ ২০২০ সালের টোকিও অলিম্পিক্স, সেই মতো প্রস্তুতিও নিচ্ছেন হিমা। ম্যাচ প্র্যাকটিসের মতো এক একটা প্রতিযোগিতায় নামছেন আর তুলে নিচ্ছেন সোনা। প্রথমে ২০০ মিটার। তারপর ৪০০ মিটার।
২ জুলাই পোল্যান্ডে আয়োজিত ২০০ মিটার অ্যাথলিট মিট দিয়ে শুরু। ২০০ মিটার পথ হিমা অতিক্রান্ত করেছেন মাত্র ২৩.৬৫ সেকেন্ডে। আর শেষ স্বর্ণপদক জয় শনিবার, প্রাগে। ৪০০ মিটারে সময় নিলেন ৫২.০৯ সেকেন্ড। অতীতে এই দূরত্ব হিমা অতিক্রম করেছেন আরও কম সময়ে (৫০.৭৯)। অসমের এই স্প্রিন্টারের সাফল্য ইতিমধ্যেই বিশ্ব সভায় ভারতকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিয়েছে। আর তাঁর এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটার ভরিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে খেলা ও সংস্কৃতি মহলের তারকারা।
“তিন সপ্তাহে পাঁচটি পদক। অবিশ্বাস্য। আরও উজ্জ্বল হও, তোমার এই সাফল্যই ২০২০ টোকিও অলিম্পিকের বড় পদক্ষেপ হোক”, ট্যুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।
“কয়েকদিন ধরে তোমার লাগাতার বিস্ময়কর সাফল্য ভারতকে গর্বিত করেছে। সবাই খুব খুশি। শুভেচ্ছা ও অভিনন্দন”, ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
ইউরোপিয়ান সার্কিটে হিমার দৌড় নজর কেড়েছে সদ্য হল অব ফেম-এ জায়গা করে নেওয়া ক্রিকেট কিংবদন্তী সচিনেরও। ট্যুইটের সঙ্গে হিমাকে ফোনও করেছেন তেন্ডুলকর। আর মাস্টার ব্লাস্টারের ফোন পেয়ে আপ্লুত হিমা দাস। সচিনের ফোন পাওয়ার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন হিমা। ‘স্বপ্নের মতো মনে হচ্ছে’, সচিনের ফোনে এতোটাই বিভোর হিমা জানিয়েছেন, মিশন টোকিও-র জন্য তিনি জানপ্রাণ লড়িয়ে দেবেন।