মুম্বই: বিশ্বকাপের পর থেকে দেশজুড়ে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে যতই জল্পনা চলুক না কেন, ভারতের প্রাক্তন অধিনায়ক আছেন নিজের মতোই। মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘জানুয়ারি পর্যন্ত আমার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন না।’ তাঁর এই মন্তব্যের পর ফের জল্পনা শুরু হয়েছে।
গত কয়েকমাস ধরেই ক্রিকেট খেলছেন না ধোনি। সম্প্রতি অবশ্য তাঁকে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ ও একদিনের সিরিজের দলেও রাখা হয়নি তাঁকে। তবে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে নিশ্চিতভাবেই খেলবেন ধোনি। ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েছেন, আইপিএল-এর পারফরম্যান্সের ভিত্তিতেই টি-২০ বিশ্বকাপের দল গঠন করা হতে পারে। ফলে ধোনির বিশ্বকাপ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
জানুয়ারি পর্যন্ত ক্রিকেট-ভবিষ্যৎ জানতে চাইবেন না: ধোনি
Web Desk, ABP Ananda
Updated at:
28 Nov 2019 12:16 AM (IST)
গত কয়েকমাস ধরেই ক্রিকেট খেলছেন না ধোনি। সম্প্রতি অবশ্য তাঁকে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -