নয়াদিল্লি: 'সবসময়ের বিজেতারা এমনই হন, ব্রাভো মেরি কম'। রিয়েল লাইফ মেরির কাঁধে হাত রাখলেন রিল লাইফ মেরি। বৃহস্পতিবার মহিলাদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার মেরি কম। আর তারপরেই মেরি কমকে সান্তনা দিতে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা লেখা পোস্ট করেন প্রিয়ঙ্কা চোপড়া। রুপোলি পর্দায় মেরি কমের জীবনে দক্ষ অভিনয়ে ফুটিয়ে তুলেছিলেন বলিউডের 'দেশি গার্ল'।


বৃহস্পতিবার মহিলাদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে গিয়েছেন ভারতীয় বক্সার। তিনটি রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে হারেন মেরি। তবে পরের দুই রাউন্ডে তিনি জেতেন। যদিও সকলকে বিস্মিত করে দিয়ে জানানো হয় যে, ম্যাচে জয়ী হয়েছেন কলম্বিয়ার ইনগ্রিট। মেরি নিজে কী বলেছিলেন? ম্যাচের শেষে তিনি বলেন, 'আমি জানি না কী হল। প্রথম রাউন্ডে তো দুজনই একে অন্যের কৌশল বুঝতে ব্যস্ত ছিলাম। আর পরের দুটি রাউন্ডে আমি জিতি।'


আর প্রিয়ঙ্কা? অলিম্পিক্স নিয়ে প্রথম থেকেই উৎসাহিত তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান দেখার ছবিও। এই বছর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছিলেন মেরি কম। বৃহস্পতিবারের পর সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা মেরি কমের একটি ছবি দিয়ে লেখেন, 'সবসময়ের বিজেতারা এমনই হন, ব্রাভো মেরি কম। আপনি দেখিয়ে দিয়েছেন ভালোবাসা আর নিষ্ঠা থাকলে কতদূর যাওয়া যায়। আপনি সবসময় আমাদের উজ্জীবিত করেছেন উদ্বুদ্ধ করেছেন, গর্ব অনুভব করিয়েছেন। প্রত্যেকটা সময়। অনুপ্রেরণা।'


ছ বারের বিশ্বচ্যাম্পিয়নের অলিম্পিক্স পদক জয়ের স্বপ্নে ইতি টানলেন কলম্বিয়ার ইনগ্রিট। ম্যাচের পর তাঁকে জড়িয়ে ধরেছিলেন মেরি। ইনগ্রিটও আলিঙ্গন করেছিলেন মেরিকে। মেরি হারলেও যে দুরন্ত লড়াই করলেন, তারই যেন স্বীকৃতি দিলেন বয়সে তাঁর চাইতে অনেক ছোট কলম্বিয়ার বক্সার।


আর বিদেশে বসেও ভারতীয় লড়াকু বক্সারের জন্য সমবেদনার হাত বাড়ালেন প্রিয়ঙ্কা।