শো নিয়ে প্রিয়ঙ্কা যে বেশ আগ্রহী ছিলেন তা বোঝাই যায় তার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে। শো-র বেশ কিছু ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। শো-এর জন্য তৈরী হওয়ার সময় আকাশী পোশাকে বেশ হাসিখুশিই দেখিয়েছে প্রিয়ঙ্কাকে। কিন্তু শো থেকে বেরোনোর সময় প্রিয়ঙ্কার চোখে জল!
আসল সত্যিটা জানা যায় তাঁর পোস্ট করা ভিডিওটি থেকেই! শো চলাকালীন একটি মজার খেলায় সঞ্চালক প্রিয়ঙ্কাকে মাংস খেতে বলেন। আর সেটা কোনও সাধারণ মাংস নয়, তাতে দেওয়া ছিল তীব্র ঝাল। সেই মাংস খানিকটা খাবার পরেই ঝালে একেবারে কাবু হয়ে পড়েন প্রিয়ঙ্কা। চোখ দিয়ে জল পড়তে থাকে ঝালে। রীতিমতো চেয়ার ছেড়ে উঠে লাফালাফি শুরু করেন তিনি!
https://www.instagram.com/tv/B3dwK1Ihm62/?utm_source=ig_web_copy_link
ঝাল মাংস খাবার পরের মুহূর্তের ছবিও শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। সেইসময় তার চোখে জল, ঝালে নাজেহাল!
এই জনপ্রিয় শো-তে আগেও এসেছেন 'কোয়ান্টিকো' তারকা। স্বামী নিক জোনাসের সঙ্গে ‘ইসট নট রোম্যান্টিক’ নিয়ে আলোচনা করতে এসেছিলেন তিনি। আর এবার তাঁর আলোচনায় ছিল তাঁর নতুন বলিউড ছবি। আজই মুক্তি পাচ্ছে ফরহান আখতার ও প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।