হরিয়ানা: ভোট বড় বালাই। ভোটভিক্ষায় কত কী-ই না করতে হয় প্রার্থীদের! হরিয়ানার বিজেপি প্রার্থী জগদীশ নায়ারের কথাই ভাবুন। ভোটের প্রচারে তিনি কিনা জুতো মাথায় নিয়ে ভোটদাতাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন! তিনি বোঝাতে চাইছেন জনগণ তাঁকে সুযোগ দিলে একেবারে চাকরের মতো কাজ করবেন। তাঁর কথায়, “আমি ভোটদাতাদের বোঝাতে চাইছি, আমি নির্বাচিত হলে একেবারে চাকরের মতো কাজ করব।”


যদিও হরিয়ানার সংরক্ষিত আসন হোদালের বিজেপি প্রার্থীর এই অভিনব প্রচারকে তামাশা ছাড়া আর কিছুই বলছেন না কংগ্রেস প্রার্থী উদয় ভান। তাঁর বক্তব্য, “কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে দেখেই নাটক করছেন তিনি।”


অতীতে এই আসনের নাম ছিল হাসানপুর। ২০০৯ সালে নাম পরিবর্তন করে মানকরণ করা হয় হোদলা। প্রাথমিক ভাবে এটি একেবারেই গ্রাম নির্ভর বিধানসভা কেন্দ্র। পালওয়াল জেলার মোট তিনটি বিধানসভার মধ্যে হোদলাও একটি। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে এই ৩টি আসনেই জয়ী হয়েছিল বিজেপি।