মুম্বই:  ফের এই গ্রহের সবচেয়ে লাস্যময়ী নারী হলেন বলিউডের এই অভিনেত্রী। এই নিয়ে পর পর চারবার। তিনি হলেন প্রিয়ঙ্কা চোপড়া। ম্যাক্সিম ম্যাগাজিনের তরফে তাঁদের প্রচ্ছদের কভারগার্লকে সবচেয়ে হট নারীর তকমা দেওয়া হয়েছে। এবারের ম্যাক্সিম ম্যাগাজিনের কভারে প্রিয়ঙ্কাকে সাদা পোশাকে দেখা গিয়েছে।

 

এই সম্মান দেওয়ার পর ম্যাক্সিমের তরফে বলা হয়, প্রিয়ঙ্কার সৌন্দর্যের সঙ্গে রয়েছে সেই বুদ্ধি, সেই প্রতিভা। তাই চতুর্থবারও শীর্ষ স্থান তিনিই ছিনিয়ে নিয়েছেন। এর আগে ২০১১, ২০১৩ ও ২০১৬ সালেও এই তকমা পেয়েছিলেন পিগি চপস।

এদিকে বর্তমানে প্রিয়ঙ্কাও ভারতে রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু নিক জোনাসও। বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে জুলাই মাসের শেষে বা অগাস্টে নিকের সঙ্গে বাগদান পর্ব সারবেন প্রিয়ঙ্কা। এদিকে বলিউডেও তাঁকে অল্প কয়েকদিনের মধ্যেই দেখা যাবে সলমন খানের বিপরীতে ভরত ছবিতে। এছাড়াও আরও একটি ছবিতে কাজ করা নিয়ে কথা চলছে প্রিয়ঙ্কার।