দীপিকাকে পশ্চিমে কেউ চেনে না প্রসঙ্গে প্রিয়ঙ্কার মন্তব্য, তিনি হলেন হলিউডের সবচেয়ে জনপ্রিয় কালো চামড়ার তারকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 May 2017 01:14 PM (IST)
মুম্বই: দীপিকা পাড়ুকোনকে পশ্চিমে মাঝেমধ্যেই প্রিয়ঙ্কা চোপড়া বলে ভুল করে ফেলে সেখানকার মিডিয়া। এবার সেপ্রসঙ্গেই মুখ খুললেন প্রিয়ঙ্কা। তাঁর কথায় এটা মোটেই ঠিক নয়। আসলে তিনি হলেন হলিউডের সবচেয়ে জনপ্রিয় কালো চামড়ার সেলিব্রিটি। কিন্তু দীপিকাও একটি ছবি করে ফেলেছেন এরমধ্যে সেখানে। এভাবে তাঁর সঙ্গে দীপিকাকে গুলিয়ে ফেলা সঠিক নয়। প্রসঙ্গত, দিন কয়েক আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুম্বইয়ে এসেছিলেন প্রিয়ঙ্কা অল্প কিছুদিনের জন্যে। তখনই এক ওয়েব পোর্টালকে দেওয়া সাক্ষাত্কারে একথা বলেন পিগি চপস। তিনি এও মনে করেন, আসলে অজ্ঞতা থেকেই এধরনের ভুল করে পশ্চিমী মিডিয়া। তবে এরসঙ্গে তিনি একথাও বলেন, প্রথমদিকে তাঁকেও সেখানকার লোক চিনতে পারতেন না। বলিউডে কেউ জনপ্রিয় বলেই যে অন্য দেশেও তাঁর জনপ্রিয়তা একইরকম থাকবে, সেকথা বলা যায় না। তাঁকে প্রত্যেক জায়গায় গিয়ে ঘুরে ঘুরে নিজের পরিচিতি বাড়াতে হয়েছে। তবে আজ তিনি হলিউডে বহুল পরিচিত। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট, কাজ সব কিছুই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।