কলকাতা: গত বছর ১৫ই জানুয়ারী'দেশি গার্ল'-এর কোলে এসেছিল কন্যাসন্তান। আর কিছুদিন আগেই প্রথমবার স্বামী নিক ও কন্য়া মালতিকে নিয়ে ভারতে এসেছিলেন পি গি চপস (Priyanka Chopra)। সম্প্রতি তিনি জানালেন ছোট্ট মালতিকে তিনি প্রথম প্রথম খুব ভয়ে ভয়ে থাকতেন। এমনকি তিনি মালতিকে হারানোর ভয় পেয়েছিলেন বেশ কয়েকবার।


আরও পড়ুন...


Kisi Ka Bhai Kisi Ki Jaan box office collection: মাত্র ছয় দিনে ১৪০ কোটির ব্য়বসা করল সলমন খানের ছবি


পিগি চপস জানান, বাড়িতে আনতে পারার আগে মালতি মারি টানা ১০০ দিন এনআইসিইউতে ছিলেন। প্রিয়াঙ্কা আর বলেন, "আমি মালতি অনেকবার হারাতে বসেছিলাম। আমি চাই আমার কন্য়া পৃথিবীরে সবচেয়ে সুখী হোক। তাকে একজন সুখী শিশু ও সফল মানুষ বানানোই আমার লক্ষ্য। তাকে আনন্দিত দেখে আমি আনন্দিত হই। সে হাসলে আমার পৃথিবীকে আলোকিত হয়ে যায় প্রতিবার।" 


প্রসঙ্গত, ভারতে এসে কন্য়া মালতি মারিকে নিয়ে  মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ভক্তভরে পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত উপাচার মানা, সবই করেছিলেন অভিনেত্রী। সোশ্য়াল মিডিয়ার ভাইরাল হয়েছিল তাঁর পুজো দেওয়ার ছবি। পিগি চপস (Priyanka Chopra) নিজেই ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছিলেন তাঁর ও ছোট্ট মালতির ছবি।


আরও পড়ুন...


Benefits of Raw Mango: কাঁচা আমের স্বাদে লুকিয়ে বহু গুণ, স্বাস্থ্য ফেরাবে কীভাবে?


উল্লেখ্য়, যখন প্রথমবার সন্তান হওয়ার খবর প্রকাশ্য়ে এনেছিলেন প্রিয়ঙ্কা, সেইসসময়, সন্তান পুত্র না কন্যা সেই কথা উল্লেখ করেননি নায়িকা। কেবল মা-বাবা হওয়ার খবরটুকুই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তিনি। তারপর ইনস্টাগ্রামে একটি পোস্টে  প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, 'আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।' পোস্টে ট্যাগ করেছিলেন সদ্য বাবা হওয়া নিক জোনাসকে। একই পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী, গায়ক নিক জোনাস। তিনিও পোস্টে স্ত্রী প্রিয়ঙ্কাকে ট্যাগ করেছিলেন।


কিছুদিন আগে, নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে 'বেডটাইম স্টোরি' ক্য়াপশান দিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা। যেখানে দেখা যাচ্ছিল, তাঁর ছোট্ট কন্য়া মালতি মেরি অকাতরে ঘুমোচ্ছে। এর পাশাপাশি নিক জোনাসও তাঁর ও মালতির জুতোর ছবি পোস্ট করে লিখেছিলেন 'ড্য়াডি-ডটার' অর্থাৎ বাবা-মেয়ে। আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই কমেন্টের ও লাইক ভরে যায়।