মুম্বই: সোমবারের সকালে পিগি চপসের ভক্তের জন্য এক ঝলক খুশির খবর। আগামী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর প্রথম পোস্টার শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া। পোস্টারে প্রিয়ঙ্কা ছাড়াও রয়েছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম ও রোহিত শ্রফ। সোনালী বসু পরিচালিত এই ছবিটি আগামী ১৩ সেপ্টেম্বর টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে।

আজ এই পোস্টারটি শেয়ার করে আরও একটি খুশির খবর দেন ‘কোয়ান্টিকো’-র তারকা। সেটি হল, আগামীকাল  সকাল ১০টায় মুক্তি পাবে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’- এর ট্রেলার। তাঁর শেয়ার করা প্রথম এই পোস্টারে অবশ্য দেখা গিয়েছে প্রাণশক্তি ও খুশির ঝলক। জায়রা ও রোহিতকে দেখা যাচ্ছে বেশ খোশ মেজাজে। আর নায়ক ফারহানের পিঠে চড়েছেন নায়িকা প্রিয়ঙ্কা।




টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আরও একটি ছবি শেয়ার করেছেন পর্দার ‘মেরি কম’। ছবিতে ফারহানের সঙ্গে রয়েছেন প্রিয়ঙ্কা, ক্যাপশানে লেখা- ‘ভালোবাসায় গড়া’।




অন্যদিকে ফারহান আখতারও শেয়ার করেছেন অপর একটি ছবি। সঙ্গে লিখেছেন, 'এই ছবির পিছনে কেবল কঠিন পরিশ্রম নেই, আছে অনেক ভালোবাসাও'। সেই সঙ্গে লিখেছেন ট্রেলার রিলিজের খবরও।




‘দ্য স্কাই ইজ পিঙ্ক’- এর হাত ধরে তিন বছর পর আবার বলিউডের রুপোলি পর্দায় ফিরছেন প্রিয়ঙ্কা।