৬টি ম্যাগাজিনে ৬টি আলাদা লুক প্রিয়ঙ্কা চোপড়ার
আরও একটা মারাত্মক লুক..(ছবি সৌজন্য - প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)
এমন পোজ দিতে প্রিয়ঙ্কার চেয়ে ভাল আর কেই বা করতে পারবেন! (ছবি সৌজন্য - প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)
বাহ! এই রূপ দেখে সকলেই মোহিত হবেন বৈকি! (ছবি সৌজন্য - প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)
খয়েরি লিপস্টিক, ঘোলাটে চোখ... বলিউড অভিনেত্রীকে পুরো অন্যরকম লাগছে। (ছবি সৌজন্য - প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)
মূলত, প্রত্যেক ছবিতে গ্রীষ্মকালীন লুক দেওয়ার চেষ্টা হয়েছে। (ছবি সৌজন্য - প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)
কিছুদিনের মধ্যেই তাঁর অভিনীত প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ মুক্তি পেতে চলেছে। সেখানে খলনায়িকার ভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কাকে। (ছবি সৌজন্য - প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)
২০১৭ মেট গালায় দীর্ঘতম ট্রেঞ্চ কোট দিয়ে সকলের নজর কেড়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এবার, ৬টি আধুনিক লাক্সারি ম্যাগাজিনের কভারে ৬টি আলাদা লুক অভিনেত্রীর আলাদা আলাদা লুক দিয়ে তিনি ভক্তদের মোহিত করলেন। (ছবি সৌজন্য - প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)