কলকাতা: নিক জোনাস (Nick Jonas) আর প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র রসায়ন বরাবরই নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় 'কাপল ফটোশ্যুটে' হামেশাই নজর কাড়েন তাঁরা। কিন্তু সদ্য প্রিয়ঙ্কা চোপড়ার শেয়ার করে একগুচ্ছ ছবির একটিতে প্রিয়ঙ্কার দিকে অনর্থকভাবে তাকিয়ে থাকার জন্য ট্রোলড হতে হল তাঁরই স্বামী নিককে!


সদ্য প্রিয়ঙ্কা শেয়ার করে নিয়েছেন তাঁর ছুটি কাটানোর ছবি। রোমের মনোরম সৌন্দর্য্যে একে অপরের প্রেমে যেন ডুবেছেন নিক-প্রিয়ঙ্কা। একটি সবুজ গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা। তার উপরে ওই একই রঙের একটি সবুজ ফার দেওয়া জ্যাকেট। টপ নট করা চুলের থেকে আলোছালো লগস পড়েছে মুখের চারিদিকে। কোনও ছবিতে বাইরের সৌন্দর্য্যের দিকে অপলক তাকিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা একাই। কোনও ছবিতে আবার ফ্রেমবন্দি নিক ও প্রিয়ঙ্কার রসায়ন। প্রেমিকার দিক থেকে যেন চোখ সরছে না নিকের। অপলক দৃষ্টিতে প্রিয়ঙ্কাকেই দেখছেন নিক। 


আর এই ছবি নিয়েই ভিন্নমত পোষণ করেছেন নেটিজেনরা। অনেকে লিখেছেন, 'এভাবে কী দেখছেন? প্রিয়ঙ্কাকে আগে কখনও দেখেননি?' অনেকে আবার লিখেছেন, 'নিকের এই তাকিয়ে থাকা বড় বেশিই আরোপিত।' তবে নিক বা প্রিয়ঙ্কা কাউকেই এর উত্তর দিতে হয়নি। উত্তর দিয়েছেন তাঁদের অনুরাগীরাই। তাঁরা লিখেছেন, 'একে বলে ভালবাসা, স্নেহ। প্রিয়ঙ্কা নিকের জীবনের একমাত্র প্রেম। প্রিয়ঙ্কা শুধুমাত্র নিকের। সঙ্গীতশিল্পীর চোখই যেন প্রমাণ দিচ্ছে, বছর পেরিয়েও প্রিয়ঙ্কার প্রতি তাঁর ভালবাসা কেবল গাঢ় হচ্ছে বই কি!'


সদ্য ভারতে এসেছিলেন নিক ও প্রিয়ঙ্কা। বিয়ের পরে এই প্রথম ভারতে এসেছিলেন নিক জোনাস। মালতীরও এই প্রথম ভারত সফর। মেয়েকে নিয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন প্রিয়ঙ্কা। নিকের সঙ্গে মায়ানগরীর রাস্তায় ফটোশ্যুটও করেছিলেন প্রিয়ঙ্কা। 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর ২ দিনব্যাপী অনুষ্ঠানে এসে মায়ানগরীর টুকরো সফর সেরে ফেলেছিলেন দম্পতি। সেই অনুষ্ঠানে একটি বিশেষ গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা। ৬৫ বছর পুরনো একটি বেনারসি পাটোলা শাড়ি দিয়ে করা হয়েছে এই গাউনটি। খাদি সিল্কের ওপর রুপোলি ও সোনালি সুতোর কাজে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব কলকা। গাউনে তুলে ধরা হয়েছে ইক্কতের ৯ট রঙ। গাউনের সঙ্গে মানানসই হীরে ও মুক্তোর গয়না পরেছিলেন প্রিয়ঙ্কা। পিঠ ছাপানো চুলে ছিল সফট কার্ল। পায়ের মানানসই রঙিন পেনসিল হিল জুতোয় নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন প্রিয়ঙ্কা।


আরও পড়ুন: Top Entertainment News Today: সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন বাদশাহ, ট্যুইটারে 'ব্লু টিক' ফিরে পেলেন অমিতাভ ও শাহরুখ