কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবশেষে চালু হচ্ছে স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি-প্রক্রিয়া (Online Admission process)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর, বিজ্ঞপ্তি সরকারের। রাজ্যজুড়ে একটি মাত্র পোর্টালের মাধ্যমেই আবেদন ও ভর্তি করা হবে। একটি পোর্টালের মাধ্যমেই যে কোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির আবেদন করা যাবে কলেজ নয়, উচ্চশিক্ষা সংসদের অ্যাকাউন্টে জমা দিতে হবে আবেদন ও ভর্তির ফি। সমস্যা এড়াতে স্বচ্ছতা আনতে উদ্যোগ, জানাল সরকার। কলেজের যে অর্থসংক্রান্ত বিষয়। অর্থাৎ ভর্তির সময় যে ফি দিতে হয় তা কলেজে দিতে হবে না। সংসদের তহবিলে টাকা দিতে হবে। ফলে কলেজের সঙ্গে আর্থিক লেনদেনের কোনও সম্পর্ক থাকছে না। আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট পদ্ধতিতে ভর্তি হতে পারবে।


ভর্তি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন কলেজে লাইন দিতে হত, কে কোথায় ভর্তি হতে পারবে সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হত। সেই জায়গা থেকেই একটা অস্বচ্ছতা তৈরি হত। সেখানেই একটা দুর্নীতির জায়গা তৈরি হত। কলেজে ভর্তি হওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে। 


যদিও এর আগে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হঠেছিল রাজ্য সরকার (State Government)। গত বছরই শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছিলেন, ‘আপাতত এবছর স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়’। পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে কেন্দ্রীয় অনলাইন নয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান হয়। 


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিকমতো তৈরি করে কাজ চালু করতে এখনও মাস পাঁচ-ছয়েক সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ স্তরের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালানো হলে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা উপাচার্যদের, এমনটাই জানান শিক্ষামন্ত্রী।


রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী মাঝে জানিয়েছিলেন, চলতি বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে, সেই অনুযায়ী একটি পোর্টাল তৈরির কাজও চলছিল। কিন্তু সেই পোর্টাল পুরোপুরি তৈরি হয়ে কর্মক্ষম হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই একাধিক উপাচার্য আশঙ্কা করছেন বলেই জানান ব্রাত্য বসু। যার পরই সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরে অনলাইনে নয়, আগের মতো অফলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া।  


আরও পড়ুন: এবিপি আনন্দে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার প্রসঙ্গ সুপ্রিম কোর্টে, হলফনামা তলব


Education Loan Information:

Calculate Education Loan EMI