লস অ্যাঞ্জেলস্: এ বছরই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে দুর্ধর্ষ আত্মপ্রকাশ। এবার এমি অ্যাওয়ার্ডে পুরস্কার প্রদানকারীর ভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে।

২০১৬-র পুরস্কার প্রদানকারীদের প্রথম গ্রুপের নাম প্রকাশ করেছে ‘দ্য টেলিভিশন অ্যাকাডেমি’। প্রিয়ঙ্কা ছাড়া নাম ঘোষণা করা হয়েছে ইন্দো-মার্কিন অভিনেতা আজিজ আনসারির। এছাড়াও ওই তালিকায় রয়েছেন অ্যান্টনি অ্যান্ডারসন, ক্রিস্টেন বেল, জেমস্ কর্ডেন, ল্যারি ডেভিড, তারাজি পি হেনসন, অ্যান্ডি সামবার্গ এবং মাইকেল ওয়েদারলি প্রমুখের নাম। ৬৮ তম বার্ষিক এমি অ্যাওয়ার্ডের এক্সিকিউটিভ প্রডিউসার ডন মিসচের। লস অ্যাঞ্জেলস্-এর মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রসঙ্গত, সম্প্রতি ‘কোয়ান্টিকো’-এ প্রিয়ঙ্কার অভিনয় বহু প্রশংসিত হয়েছে। হলিউডে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি। ‘বেওয়াচ’-এও তাঁর অভিনয় মন কেড়েছে দর্শকের।