শাহরুখ, করিনা, অমিতাভ, মাধুরীর পাশাপাশি এবার লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে শোভা পাবে প্রিয়ঙ্কা চোপড়ার মোমের মূর্তি। ভারতীয় এই অভিনেত্রীর খ্যাতি ইতিমধ্যেই ভারত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। গতকাল নিজের মূর্তি উদ্বোধন করতে এসে তাঁর চোখেমুখে ছিল আনন্দ, উত্তেজনার রেশ। নিজের সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবিও পোস্ট করেন প্রিয়ঙ্কা। সেখানে ‘কোয়ান্টিকো’-র অভিনেত্রীকে দেখা যায় কালো পোশাকে নিজের মোমের মূর্তির সঙ্গে পোজ দিতে।




‘অ্যামি অ্যাওয়ার্ডসে’ ‘জ্যাসন উ’-র লাল গাউনে সেজেছিলেন প্রিয়ঙ্কা। সেই আদলেই তৈরী হয়েছে মাদাম তুসোর মোমের মূর্তিটি। লন্ডন ছাড়াও পিগি চপসের এই মূর্তিটি থাকবে মাদাম তুসোর সিডনি, ব্যাংকক ও সিঙ্গাপুরের মিউজিয়ামে।

আগামী দিনে প্রিয়ঙ্কাকে বলিউডে দেখা যাবে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। প্রিয়ঙ্কা ছাড়াও এই ছবিতে রয়েছেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম। ২০১৬-র ‘জয় গঙ্গাজল’ ছবির পর আবার এই ছবিটির হাত ধরেই বলিউডে ফিরছেন পিগি চপস। এই বছর অন্যতম আকাঙ্খিত ছবির তালিকায় রয়েছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।

বর্তমানে ‘ফ্যাশান’-এর’ এই নায়িকা নিউ ইয়র্কে ব্যস্ত তার নতুন হলিউড ছবি ‘ইজন’ট ইট রোম্যান্টিক’-এর প্রচারে ব্যাস্ত। ভারতে এই ছবিটি রিলিজ না করলেও ২৮ শে ফেব্রুয়ারি থেকে দেখা যাবে নেটফ্লিক্সে।