মুম্বই: বাবা কেভিন ও মা ডেনিস জোনাসকে নিয়ে মুম্বইয়ে ফের উপস্থিত মার্কিন গায়ক নিক জোনাস। প্রিয়ঙ্কা চোপড়ার পরিবার যে এনগেজমেন্ট পার্টি দিচ্ছে, তাতে যোগ দিতে এসেছেন তাঁরা।
শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ে করতে চলেছেন নিক-প্রিয়ঙ্কা। নিক জোনাসের আত্মীয়ের বিয়েতে যোগ দিতে নিউ জার্সি যান প্রিয়ঙ্কা। সেখানে নিকের বাবা মায়ের সঙ্গে দেখা করেন তিনি। তারপর মা মধু চোপড়ার সঙ্গে দেখা করাতে নিককে নিয়ে ভারতে আসেন প্রিয়ঙ্কা। আর গতকাল ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ফের দেখা গেল নিক ও তাঁর বাবা মাকে।
এ সপ্তাহের শুরুতেই রবীনা ট্যান্ডনের সঙ্গে একটি ছবিতে প্রিয়ঙ্কার আঙুলের বিশাল হীরের আংটি সকলের নজর কেড়ে নেয়। ১৮ জুলাই ৩৬তম জন্মদিনে লন্ডনে নিকের সঙ্গে তাঁর এনগেজমেন্ট হয়েছে বলে খবর।
শোনা যাচ্ছে, এ বছরের শেষাশেষি বিয়ে করবেন তাঁরা।
প্রিয়ঙ্কার এনগেজমেন্ট পার্টি, বাবা মাকে নিয়ে মুম্বইয়ে পা রাখলেন পাত্র নিক জোনাস
ABP Ananda, Web Desk
Updated at:
17 Aug 2018 10:13 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -