সাতদিনের রাষ্ট্রীয় শোক, কাল কেন্দ্রীয় সরকারি দফতরগুলিতে অর্ধদিবস ছুটি, রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শেষকৃত্য
Web Desk, ABP Ananda | 16 Aug 2018 09:38 PM (IST)
নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে দেশজুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আজ থেকে ২২ তারিখ পর্যন্ত অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামীকাল সব কেন্দ্রীয় সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বিকেল চারটেয় নয়াদিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। প্রয়াত বাজপেয়ীর দেহ এইমস থেকে নিয়ে যাওয়া হয়েছে ৬ এ কৃষ্ণ মেনন মার্গে তাঁর বাসভবনে। সেখানে এখন শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। বিজেপি সভাপতি জানিয়েছেন, আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। সকাল ৯টা নাগাদ বাজপেয়ীর দেহ নিয়ে যাওয়া হবে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি-র সদর দফতরে। দুপুর একটা থেকে শুরু হবে শেষযাত্রা।