নয়াদিল্লি: প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নিউইয়র্কে তাঁর ব্রাইডাল শাওয়ার অনুষ্ঠান পালন করা হল। ওই জমকালো অনুষ্ঠানে প্রিয়ঙ্কার লুকের প্রশংসায় মেতেছেন অনুরাগীরা। প্রাক বিয়ের এই অনুষ্ঠানে সাদা স্ট্র্যাপলেস মারচেসা পোশাকে উচ্ছ্বসিত প্রিয়ঙ্কার মুখের হাসি থামছিলই না। পোশাকের সঙ্গে ছিল ম্যাচিং হিরের নেকলেস।
ব্রাইডাল শাওয়ার অনুষ্ঠানে প্রিয়ঙ্কাকে একেবারে সহজ সরল লুকে দেখা গিয়েছে। বলা হচ্ছে,  ওই সময় যে পোশাক প্রিয়ঙ্কা পরেছিলেন, সেটির দাম ৫৯৯৫ ডলার অর্থাত্ ৪,৩৯,৫৮৩ টাকা।




সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার এই পোশাক অনুরাগীদের তারিখ আদায় করে নিয়েছে।
পায়ে ছিল পোশাকের সঙ্গে মানানসই হিলস। এর দাম ৭২৫ ডলার অর্থাত ৫৩,১৬০ টাকা বলে জানা গিয়েছে।



উল্লেখ্য, প্রিয়ঙ্কার জন্য এই ব্রাইডাল শাওয়ার পার্টির আয়োজন করেছেন তাঁর দুই  ঘনিষ্ঠ বন্ধু । অনুষ্ঠানে প্রিয়ঙ্কার বন্ধু ও হলিউডের বেশ কয়েকজন তারকাকে দেখা গিয়েছে। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে রাজস্থানের মেহরানগড় কেল্লায় নিক জোনাস ও প্রিয়ঙ্কা বিয়ে করতে পারেন। প্রাক বিবাহ অনুষ্ঠান দেখে মনে হচ্ছে, দুজনের বিয়ের আর বেশি দেরী নেই।