বেঙ্গালুরু: ফের বিতর্কিত মন্তব্য কংগ্রেস সাংসদ শশী তারুরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছেন, ‘নাম প্রকাশ না করা এক আরএসএস নেতা এক সাংবাদিকের সঙ্গে কথাপ্রসঙ্গে অসামান্য উপমা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, মোদী শিবলিঙ্গের উপর বসে থাকা বিছের মতো। তাঁকে হাত দিয়ে সরানো যাবে না, আবার চপ্পল দিয়েও মারা যাবে না। বিছেকে হাত দিয়ে সরাতে গেলে হুলের বিষ লেগে যাবে। শিবলিঙ্গের উপর চপ্পল মারলে ধর্মবিশ্বাসে আঘাত করা হবে।’



এই মন্তব্য নিয়ে তারুরকে আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘রাহুল গাঁধী নিজেকে শিবভক্ত বলে দাবি করেন। তাঁর দলের একজন ছোট নেতা চপ্পল দিয়ে মারার কথা বলে শিবলিঙ্গ ও মহাদেবের অবমাননা করেছেন। এর জন্য ক্ষমা চাইতে হবে।’



পাল্টা ট্যুইট করে তারুরের দাবি, ৬ বছর আগে তিনি এই মন্তব্য করেছিলেন। সেটা নিয়েই এখন বিতর্ক তৈরি করছে বিজেপি। সংবাদমাধ্যমকেও আক্রমণ করেছেন এই কংগ্রেস সাংসদ।