মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে জয়ে ফিরল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ টাই এবং তৃতীয় ম্যাচে হারের পর আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ২২৪ রানে জয় পেল ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ এগিয়ে বিরাট কোহলির দল।
আজ ভারতের জয়ের নায়ক সহ-অধিনায়ক রোহিত শর্মা ও অম্বাতি রায়ডু। এই দুই ব্যাটসম্যানই শতরান করেন। ওপেন করতে নেমে রোহিত করেন ১৬২ রান। তাঁর ১৩৭ বলের ইনিংসে ছিল ২০টি বাউন্ডারি ও চারটি ছক্কা। রায়ডু করেন ১০০ রান। এই সিরিজের প্রথম তিন ম্যাচে শতরান করা বিরাট আজ মাত্র ১৬ রান করেন। তবে রোহিত ও রায়ডুর দাপটে ভারতীয় দল ৫ উইকেটে ৩৭৭ রান করে।
বিশাল রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা প্রায় ছিল না। ২০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ায় ক্যারিবিয়ানরা আরও কোণঠাসা হয়ে যায়। অধিনায়ক জেসন হোল্ডার ৫৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। খলিল আহমেদ ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন।
রোহিত-রায়ডুর শতরান, চতুর্থ একদিনের ম্যাচে ২২৪ রানে জয় ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Oct 2018 02:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -