মুম্বই: দীর্ঘদিন পর রূপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটছে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার। শীঘ্রই মুক্তি পাবে তাঁর আগামী সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। বিয়ের পর প্রিয়ঙ্কা চোপড়ার এটাই হবে প্রিয়ঙ্কার প্রথম সিনেমা। সেজন্য এই সিনেমা সম্পর্কে তিনি খুবই উদগ্রীব।
আগামী অক্টোবরে এই সিনেমা মুক্তি পাবে। তার আগে টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শনিবার এই সিনেমা ওয়ার্ল্ড প্রিমিয়ার হল। এমন একটা সময়ে আবেগবিহ্বল হয়ে পড়লেন প্রিয়ঙ্কা। সিনেমার পরিচালক সোনালী বোসকে আলিঙ্গন করে প্রিয়ঙ্কার চোখে জল চলে আসার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এই সিনেমা প্রিয়ঙ্কা ও ফারহান আখতার দম্পতির ভূমিকায় অভিনয় করছেন। ওই দম্পতি পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত মেয়ে (জায়রা ওয়াসিম)-কে হারিয়ে ফেলে।
ফেস্টিভ্যালে স্টাইলিশ গ্রে-অ্যান্ড-ব্ল্যাক পোশাকে দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকে। ফেস্টিভ্যালে দেখা গিয়েছে ফারহান আখতারকেও। সঙ্গে ছিল তাঁর গার্লফ্রেন্ড শিবানী দন্ডেকার।
এই সিনেমা নিয়ে দঙ্গল খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিমও চর্চার মধ্যে রয়েছেন। সিনেমার ট্রেলার লঞ্চের আগেই তিনি জানিয়ে দেন যে, এরপর থেকে আর সিনেমা করবেন না তিনি। কিন্তু এই সিনেমার প্রোমোশনের জন্য টরোন্টো সমুদ্র সৈকতে এক ছবিতে তাঁকে দেখা গিয়েছিল।
টরোন্টোতে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার প্রিমিয়ারে চোখে জল প্রিয়ঙ্কা চোপড়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2019 09:39 PM (IST)
দীর্ঘদিন পর রূপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটছে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার। শীঘ্রই মুক্তি পাবে তাঁর আগামী সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। বিয়ের পর প্রিয়ঙ্কা চোপড়ার এটাই হবে প্রিয়ঙ্কার প্রথম সিনেমা। সেজন্য এই সিনেমা সম্পর্কে তিনি খুবই উদগ্রীব।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -