মোদির উদ্দেশ্যে ইনস্টাগ্রামে নিকও লেখেন, আপনি উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানের মাধুর্য্য বাড়িয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী স্যরকে ধন্যবাদ। আপনার শুভেচ্ছা অনেক মূল্যবান। গতকাল তাজ হোটেলে প্রিয়ঙ্কা, নিকের রিসেপশন উপলক্ষ্যে চাঁদের হাট বসেছিল কঠোর নিরাপত্তার মধ্যে। নবদম্পতি এখন ভাসছেন অভিনন্দন, শুভেচ্ছার বন্যায়। খ্রিস্টীয় ও হিন্দু, উভয় ধর্মমতেই দুজনের চার হাত এক হয়েছে সম্প্রতি। ‘সুখী দাম্পত্য জীবন’ কামনা করেছেন, মোদিকে কৃতজ্ঞতা প্রিয়ঙ্কা, নিকের
Web Desk, ABP Ananda | 05 Dec 2018 06:18 PM (IST)
নয়াদিল্লি: তাঁর ‘সুখী দাম্পত্য জীবন’ কামনা করায় নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রিয়ঙ্কা চোপড়া। মঙ্গলবার তাজ প্যালেসে নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কার বিয়ের রিসেপশনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। ইনস্টাগ্রামেও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বিয়ের অনুষ্ঠানের ছবি দিয়ে তিনি লেখেন, প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসকে অভিনন্দন। আপনাদের বিবাহিত জীবন সুখের হোক, প্রার্থনা করি। ট্যুইটারে মার্কিন গায়ক ৩৬ বছরের নিককে ট্যাগ করে প্রিয়ঙ্কা লেখেন, আপনি উপস্থিত থেকে আমাদের ধন্য করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। আপনার মধুর বাক্য ও আশীর্বাদে আপ্লুত।