নয়াদিল্লি: ১৫ বছরের কেরিয়ারে ইতি টানলেন গৌতম গম্ভীর। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে মঙ্গলবার রাতে তিনি সারা দেশের ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ দিলেন, সব সময় পাশে থাকার জন্য।এক আবেগবিহ্বল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবসরের কথা জানান গম্ভীর।
ভারতীয় ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অবসর ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ বার্তার মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। গম্ভীরকে শুভেচ্ছা জানিয়ে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক তথা বলিউড তারকা শাহরুখ খান ট্যুইট করেছেন। আইপিএলে তাঁর দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দেওয়ার জন্য শাহরুখ গম্ভীরকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে মজার ছলে একটা পরামর্শও দিয়েছেন। তিনি গম্ভীরকে আর একটু বেশি হাসার পরামর্শ দিয়েছেন।



ভারতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা ২০১১-র বিশ্বকাপ ফাইনালের নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন।
সচিন তেন্ডুলকর বেশ তাঁর একদা সহ খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। গম্ভীরকে বিশেষ ধরনের প্রতিভা আখ্যা দিয়ে ২০১১-র বিশ্বকাপের ফাইনালে তাঁর অবদানের কথা উল্লেখ করেছেন সচিন।



















উল্লেখ্য, টি ২০ ও একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে দুরন্ত ভূমিকা ছিল গম্ভীরের। টি ২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ২০১১-র বিশ্বকাপের ফাইনালে ৩ নম্বরে নেমে ৯৭ রান করেন তিনি।