কলকাতা: বিয়ের আগে থেকেই কোজাগরী লক্ষ্মীপুজো তাঁদের কাছে ভীষণ স্পেশাল। বাবার বাড়িতে ছোট্টবেলা থেকেই পুজোর কাজ করেন প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty)। বিয়ের পরে নতুন ফ্ল্যাটেও তিনি প্রত্যেক বছরই আয়োজন করেন লক্ষ্মীপুজোর। এই বছরেও তাই। আর প্রত্যেক বছরের মতোই প্রমিতার সঙ্গে রইলেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee) ।
এখনকার লক্ষ্মীপুজোর গুরুদায়িত্ব প্রমিতার কাঁধেই। তবে বাবার বাড়ির নিয়ম মেনে অন্নভোগ দেওয়া হয় না দেবীকে। শুকনো প্রসাদেই দেবীকে পুজো করেন প্রমিতা -রুদ্রজিৎ। অভিনেতার অবশ্য মনে পড়ে যায় বিয়ের আগের প্রেমপর্বের কথা। এবিপি আনন্দর সঙ্গে সেই স্মৃতিই ভাগ করে নিলেন রুদ্রজিৎ ।
আরও পড়ুন: Arunima Ghosh: ছোটবেলায় লক্ষ্মীপুজো মানেই তিলের নাড়ু, ভোগ: অরুণিমা
অভিনেতা বলছেন, 'আমি প্রথমবার প্রমিতাদের বাড়ি গিয়েছিলাম লক্ষ্মীপুজোর দিনই। আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আলাপ, প্রমিতাকে পুজোর সাজে দেখা, সেই প্রথমবার। লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন প্রমিতা, সঙ্গে সামান্য গয়না। এখনও স্পষ্ট মনে আছে সেই দিনটা ।'
এই বছরেও নিয়মমাফিক পুজোর আয়োজন করেছিলেন প্রমিতা। লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন প্রমিতা, সঙ্গে সোনার গয়না। রুদ্রজিৎ পরেছিলেন সাদা পাঞ্জাবি ।