নয়াদিল্লি: রাজ্যভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিংহের বিরুদ্ধে নতুন মামলা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-এর। রাজ্যসভার প্রাক্তন সাংসদ কে ডি সিংহ-সহ সাত জনের বিরুদ্ধে নতুন মামলা। উত্তরপ্রদেশের ভাদোহিতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করল CBI. গোয়েন্দাদের নজরে কে ডি সিংহের সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেড। তদন্তকারী সংস্থার নজরে আর একটি সংস্থা অ্যালকেমিস্ট টাউনশিপ লিমিটেডও। (KD Singh)


গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কেডি সিংহের দুই সংস্থা, অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেড এবং অ্যালকেমিস্ট টাউনশিপ লিমিটেডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষের থেকে টাকা নিয়েছে ওই দুই সংস্থা। অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে আসলে সাধারণ মানুষের বিনিয়োগের টাকা আত্মসাৎ করে দিয়েছে ওই দুই সংস্থা। (CBI Case)


কয়েক কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ। যাবতীয় তথ্যপ্রমাণ এবং সাক্ষ্যদের বয়ানের ভিত্তিতে কেডি সিংহ-সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে CBI. ওই দুই সংস্থারই মালিক কেডি সিংহ। ওই দুই সংস্থার মাধ্যমেই প্রতারণা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। ওই দুই সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে। 


আরও পড়ুন: https://bengali.abplive.com/news/india/rss-says-mohan-bhagwat-arrogance-remarks-not-aimed-at-narendra-modi-and-bjp-leaders-1075018/amp


২০১৪  থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন কেডি সিংহ। তাঁর বিরুদ্ধে এই মামলা নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, "কেডি সিংহ যে প্রতারক, তা ইতিমধ্যেই প্রমাণিত। এখানে তাঁর আত্মীয় যাঁরা রয়েছেন, তাঁরাও প্রতারণার প্রশিক্ষণ নিয়েছেন। উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে প্রতারণা। শেষ পর্যন্ত এই প্রতারণার সঙ্গে বাংলার কারও নাম না চলে আসে! কঠোর পদক্ষেপ করা উচিত CBI-এর।"


সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "কেডি সিংহ প্রতারক, এটা কোনও নতুন খবর নয়। তৃণমূলকে টাকা দিয়ে রাজ্যসভার প্রতিনিধি হন তিনি। অ্যালকেমিস্টের দুর্নীতি নিয়ে কুণাল ঘোষ পর্যন্ত মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে। কেডি সিংহ প্রতারক, তাঁর টাকা খেটেছে এবং তৃণমূল তা থেকে লাভবান হয়েছে। পশ্চিমবঙ্গবাসী এটা জানেন। সেই কেডি সিংহের বিরুদ্ধে মামলা করতে এত সময় লাগল কেন বিজেপি-র? নির্দেশ দিতে এত সময় লাগল কেন কেন্দ্রের? বিজেপি কি ভেবেছিল, NDA ২৭১-এর কম আসন পেলে তৃণমূলের সাহায্য লাগবে, তাই এখন ঘাঁটাবে না তৃণমূলকে? আসলে তদন্ত উদ্দেশ্যপ্রণোদিত হলে, সেই তদন্ত কখনও সঠিক পথে এগোয় না।"


যদিও তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, এই মামলা উত্তরপ্রদেশে হয়েছে। সেখানকার পুলিশ ও প্রশাসন এ নিয়ে উত্তর দেবে। কেডি সিংহের ব্যবসা রয়েছে গোটা ভারতে। যা উত্তর দেওয়ার, তা CBI দেবে। এ নিয়ে পশ্চিমবঙ্গ বা তৃণমূলের কোনও মন্তব্য নেই বলে জানান জয়প্রকাশ।