কলকাতা: তিনি 'ইন্ডাস্ট্রি'। আর তাঁর ৬০ তম জন্মদিনে ইন্ডাস্ট্রি থেকে শুভেচ্ছা আসবে না তাও কি হয়! নবীনরা তো বটেই, তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন বয়জ্যেষ্ঠরাও। আর এই তালিকায় সর্বাগ্রে রইলেন তাঁর বাবা। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। ভিডিও বার্তার মাধ্যমে উৎসব বাড়িতে এসে পৌঁছল শুভেচ্ছাবার্তা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বার্তা বার্থ ডে বয় (Birthday Boy) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আজ ৬০-এ পা দিলেন তিনি। 


সোশ্যাল মিডিয়ায় আজ যে ভিডিওটি শেয়ার করে নিলেন, সেখানে শুভেচ্ছা জানিয়েছেন বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বোন পল্লবী চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক সহ অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে খুশি প্রকাশ করলেন প্রসেনজিৎ। 


আজ মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'কাছের মানুষ' (Kacher Manush)। এই ছবিতে প্রসেনজিতের সঙ্গে রয়েছেন দেব (Dev)। রয়েছেন ইশা সাহা (Ishaa Saha)।


আরও পড়ুন: Mimi Chakraborty: মা-বাবার সঙ্গে আবাসনের পুজোয় সামিল, মিমি যেন ঘরের মেয়ে


শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমবার তাঁকে পর্দায় দেখা যায় ঋষিকেশ মুখোপাধ্যায়ের 'ছোট্টো জিজ্ঞাসা' ছবিতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রথমবার পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় 'দুটি পাতা' ছবিতে। বিমল রায়ের এই ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।


আজও বাংলার দর্শকদের কাছে অত্যন্ত রোম্যান্টিক গানের তালিকায় উপরের দিকে জায়গা করে নেবে 'চিরদিনই তুমি যে আমার'। বিজেতা পণ্ডিতের সঙ্গে জুটি বেঁধে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেন 'অমর সঙ্গী' ছবিতে। এই ছবি ব্যবসায়ীক দিক থেকে যেমন সাফল্য পায়। তেমনই দর্শকদের মনেও জায়গা করে নেয়।