কলকাতা: ১২ বছর পরে বাড়ির সরস্বতী পুজো। পড়াশোনার কারণে বাড়ির বাইরে থাকেন ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুক। আর তাই, ১২ বছর পরে বাড়ির সরস্বতী পুজোটা একটু বিশেষ। সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজো থেকে ছবি শেয়ার করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেখানে রইলেন ছেলে মিশুক। বাবা আর ছেলে দুজনেই পরেছেন পাঞ্জাবি। মা অর্পিতাও ছবি শেয়ার করে নিয়েছেন। ১২ বছর পরে মহা ধুমধামে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উৎসব বাড়িতে পালন হল সরস্বতী পুজো। 


কারও অফিসে পুজো, কারও আবার বাড়িতে..  এই বছর সরস্বতী পুজোয় মেতেছেন টলিউডের প্রায় সব তারকারাই। বাদ যাননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ছেলে মিশুক বর্তমানে পড়াশোনার কাজে বাইরে থাকে। সবসময় বাড়িতে আসতে পারে না। তবে এই বছর সরস্বতী পুজো বাড়িতে কাটছে তাঁর। আর সেই কারণেই একটু আড়ম্বর করেই পালন হচ্ছে পুজো। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, '১২ বছর পরে মিশুকের সাথে বাড়ির সরস্বতী পুজোয়'


প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি। 'দেবী চৌধুরানী'। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-কে। এছাড়াও অভিনয় করছেন দর্শনা বণিক (Darshana Banik), বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) ছবিতে অভিনয় করছেন হরবল্লভের চরিত্রে। অন্যদিকে কিঞ্জল নন্দ (Kinjal Nanda) অভিনয় করছেন তাঁরই পুত্র ব্রজেশ্বরের চরিত্রে। ছবিটি পরিচালনায় দায়িত্বে রয়েছে শুভ্রজিৎ মিত্র।


সদ্য প্রকাশ্যে এল এই ছবির প্রথম ঝলক। আর সেখানে নজর কাড়লেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী দুজনেই। সবচেয়ে বড় কথা, এতটুকু প্রি টিজারেও ফুটিয়ে তোলা শ্রাবন্তীর দুটি লুকের বৈপরীত্য। গল্প অনুযায়ী, তাঁর জীবনে যে বিশাল পরিবর্তন ঘটে যায়, তার আগের ও পরের লুক প্রকাশ্যে এসেছে টিজারে। আর সেখানেই তাঁকে দেখে চমকাতে বাধ্য হবেন দর্শক। পাশাপাশি আলাদা করে বলতেই হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা। লম্বা চুলে তাঁর ভবানী পাঠকের লুক গায়ে কাঁটা দেওয়ার মতোই। 


 






আরও পড়ুন: Mamta Kulkarni: ১০ কোটি টাকা দিয়ে সন্ন্যাস গ্রহণ করতে গিয়েছিলেন? জল্পনা নিয়ে সাফ জবাব মমতার