কলকাতা: তিনি নাকি এভারগ্রীন। কখনও বয়স বাড়ে না তাঁর। আর তাই, বয়স্ক চরিত্রে অভিনয় করতে গেলে বিশেষ ধরনের মেকআপের সাহায্য নিতে হয় তাঁকে। অভিনেতারা চিরকালই তাঁদের বয়স ধরে রাখতে চান। কিন্তু চরিত্রের প্রয়োজনে যত্নে তৈরি করা হয় যে লুক, তাকে ঘিরে দর্শকদের আগ্রহের শেষ থাকে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র কেরিয়ারে এ জিনিস হয়েছে বহুবার।
সাম্প্রতিক ছবি হিসেবে তাঁর 'শেষ পাতা' -র কথাই ধরা যাক। পরিচালক অতনু ঘোষের নতুন ছবিতে প্রসেনজিৎ-এর সঙ্গে দেখা যাবে গার্গী রায়চৌধুরী (Gargee Roy Chowdhury) এবং বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)-কে। এই ছবিতে প্রসেনজিতের লুকে রয়েছে চমক। মাথায় পাতলা পাকা চুল, মুখে দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমায় প্রসেনজিৎ-এর চাহনিতে যেন উদাসীনতা। অভিনেতার এই লুক বেশ মনে ধরেছে দর্শকদের।
পোস্টারে প্রকাশ্যে এসেছে গার্গী আর বিক্রমের লুকও। ছবিটি প্রযোজনা করছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। এর আগে মেট্রো স্টেশনে ছবির ট্রেলার প্রকাশ করেছেন প্রসেনজিৎ। আর এই ছবির পোস্টার মুক্তি পেল সেন্ট জেভিয়ার্স কলেজে। খানে লেখক বাল্মীকি চট্টোপাধ্যায়ের চরিত্রে। এই ছবি নিয়ে খুব বেশি এখনই খোলসা করতে চাইছেন না পরিচালক। পয়লা বৈশাখ মুক্তি পাবে এই ছবি।