কলকাতা: 'অযোগ্য' জুটিকে 'যোগ্য' সম্মান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) অভিনীত 'অযোগ্য' ছবির থিমে বিজ্ঞাপনী বানাল 'আমূল' সংস্থাটি। তাঁদরে ৫০ তম জুটিতে সম্মান জানিয়ে বিশেষ কার্টুন বানাল এই সংস্থা, যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত.. সবাই শেয়ার করে নিয়েছেন এই ছবি।
রাজনীতি থেকে শুরু করে বিনোদন, ক্রীড়াদুনিয়া.. সব জায়গাতেই অবাধ যাতায়াত আমূলের। তাঁদের বিজ্ঞাপনীগুলি যথেষ্ট জনপ্রিয় ও সময়োপযোগী। খেলায় ট্রফি জয় হোক বা কোনও রাজনৈতিক ওঠাপড়া, আমূল তাঁদের প্রোডাক্ট ও সেই বিষয়টি মিলিয়ে মিশিয়ে যে বিজ্ঞাপন বানায় তা বেশ জনপ্রিয়। আর সদ্য আমূলের বিজ্ঞাপনীতে উঠে এসেছে সেই বিনোদন দুনিয়ার কথা।
প্রসেনজিৎ ও ঋতুপর্ণার আমলে আঁকা হয়েছে দুটি ছবি। আর তার মধ্যে সেই বিখ্যাত আমূল-গার্ল। প্রসেনজিত আর আমূল গার্লের হাতে ৫০ লেখা ক্ল্যাপস্টিক। আর ঋতুপর্ণার হাতে মাখন মাখানো পাঁউরুটি। ছবির ক্যাপশন, 'ফ্লেভারগ্রীন জুটি'। এই ছবি শেয়ার করে প্রসেনজিৎ থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, সবাই ধন্যবাদ দিয়েছেন এই সংস্থাকে। তাঁদের মতে, অযোগ্য ছবিটির জন্য উপহার হয়ে চিরকাল মনে থেকে যাবে এই কার্টুন।
প্রসঙ্গত, ৭ জুন মুক্তি পেয়েছে অযোগ্য। 'দৃষ্টিকোণ', 'অর্ধাঙ্গিনী'র পর ফের একবার সম্পর্কের জটিলতা নিয়ে অন্য ধরনের এক গল্প বলতে আসছেন পরিচালক কৌশিক। দুই প্রধান চরিত্রে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তাঁদের সঙ্গে গল্পের গতি বৃদ্ধিতে রয়েছেন অপর সঙ্গীতশিল্পী-অভিনেতা শিলাজিৎ মজুমদার। প্রেম, ভালবাসা, বন্ধুত্ব, অপূর্ণ সম্পর্কের মিশেলে তৈরি এই প্রেমের গল্প কী 'অযোগ্য' না যোগ্যভাবেই মন জয় করতে পারছে? বক্সঅফিসে বলছে, এই ছবির সঙ্গে মুক্তি পাওয়া ছবি 'বুমেরাং'-এর থেকে বক্সঅফিসে এই ছবির আয় অনেকটাই এগিয়ে। আর তাই, , আমূলের কার্টুনে উঠে এল এই জুটির ৫০ তম ছবি উদযাপনের গল্প।
আরও পড়ুন: Tollywood Movie: নতুন ছবিতে অনন্যা-মানসী, সঙ্গত করবেন সুজয়প্রসাদ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।