কলকাতা: গ্রামের নাম গড়গড়ি। বীরভূমের সেই ছোট্ট গ্রামে হামেশাই যাতায়াত সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদারের (Silajit Mojumdar)। সেখানকার বাসিন্দা সোনামণি রুজ। বিশেষক্ষমতা সম্পন্ন সোনামণি মনে প্রাণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ভক্ত। নায়কের প্রতি তাঁর ভালোবাসা এমনই যে নিয়মিত গ্রামে আসা শিলাজিতের থেকেও তিনি দাদা হিসেবে এগিয়ে রাখতে চান বুম্বাদাকে। সোনামণির এই বার্তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোদ প্রসেনজিতের কাছে পৌঁছে দিলেছিলেন শিলাজিৎ। ফলও মিলল। সোনামণির উদ্দেশে ভিডিও বার্তা পাঠালেন টলিউডের 'ইন্ডাস্ট্রি'।


সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি গড়গড়ি গ্রাম থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন শিলাজিৎ। সেখানেই দেখা মিলেছিল সোনামণির। ভিডিওটি সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বানানো। সেখানে শিলাজিতে বলতে শোনা গিয়েছিল যে তিনি সোনামণিকে অনেক বুঝিয়েছেন, কিন্তু সোনামণির একরোখা জেদ। নায়ককে তিনি একবার ছুঁয়ে দেখবেন, প্রণাম করবেন। নিজে মুখে ভিডিওতে সেই কথা বলেনও সোনামণি। বারবার প্রসেনজিতের উদ্দেশে তাঁর কাতর আবেদন, 'তুমি সময় করে একবার গড়গড়িতে এসো।' শিলাজিৎ সেই ভিডিওটি ট্যাগ করে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর ফ্যানপেজকে।


আরও পড়ুন: করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান


সোনামণির সেই বার্তা অচিরেই পৌঁছেছে তাঁর 'ভগবান'-এর কাছে। তাঁর জন্য ভিডিও বার্তা পাঠালেন টলিউডের 'ইন্ডাস্ট্রি' স্বয়ং। শিলাজিৎকে ভিডিও আপলোড করার জন্য প্রথমেই ধন্যবাদ জানিয়ে প্রসেনজিৎ বলছেন, 'ভিডিওটা দেখে আমি অভিভূত। তোমার কথাগুলো আমায় ছুঁয়ে গিয়েছে সোনামণি। আসলে তোমাদের এই ভালোবাসা আছে বলেই আমি আছি। তোমরা আমার শক্তি, আমার প্রেরণা। আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আমায় এভাবেই ভালোবেসো। চারিদিকের করোনা পরিস্থিতি একটু সামলালেই আমি তোমাদের কাছে যাব, তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটাব। তোমরা আমায় মনে রেখো, আশীর্বাদ করো। তুমি এবং তোমার গ্রামের সবাই ভালো থাকুন।'



 



প্রসেনজিৎ কথা দিয়েছেন, ভিডিও কলে একদিন অবশ্যই কথা বলবেন সোনামণির সঙ্গে। আর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পৌঁছে যাবেন সোনামণির কাছে। তাঁর গ্রাম গড়গড়িতে। ভিডিও কল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শিলাজিৎ।