কলকাতা: তাঁর ওয়েব সিরিজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), আর সেই খবরই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন উচ্ছ্বসিত পরিচালক। সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। তাঁর নতুন ওয়েব সিরিজ 'রাজনীতি'-র ট্রেলার ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও ভাললাগার কথা জানিয়েছেন খোদ 'ইন্ডাস্ট্রি'।
সদ্য মুক্তি পেয়েছে দিতিপ্রিয়া রায় (Diripriya Roy), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) অভিনীত ওয়েব সিরিজ 'রাজনীতি'-র ট্রেলার। ২৬ মে হইচই (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। তবে, প্রথম সিজনের এই সিরিজের গল্প শেষ হবে না, থাকবে আগামী সিজনও, সেই ইঙ্গিতও দিয়েছেন পরিচালক।
সিরিজের গল্প কিছুটা এমন, রিজপুর রাজ করে লোকমান্য সেবক পার্টি। সেই পার্টির নেতা কৌশিক। দিতিপ্রিয়ার বাবা। সিরিজে দিতিপ্রিয়ার চরিত্রের নাম রাশি। সিরিজের শুরুটা কিছুটা এমন, গল্পের নায়িকা অর্থাৎ রাশির জীবনে ঘটে যায় একটি দুর্ঘটনা। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যায় সে। দুর্ঘটনার আগের সমস্ত ঘটনা, বর্তমানে সে কেন, কেন এই পরিস্থিতিতে রয়েছে, সমস্ত মুছে যায় রাশির স্মৃতি থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সুস্থ হতে থাকে রাশি। কিন্তু তার এই সুস্থতার সফর বড় সুখের হয় না। রাশির চোখের সামনে খুলে যায় তারই পরিবারের কিছু গোপন সত্যি, রাজনীতি আর অজানা সব মুখোশ। চেনা মানুষেরাই অচেনা হয়ে ওঠে রাশির কাছে। তারপর? সেই উত্তর মিলবে সিরিজে।
আজ সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ট্যুইট বার্তা শেয়ার করে নিয়েছেন পরিচালক স্বয়ং। ট্রেলারটি ট্যুইট করে তিনি লেখেন, 'গায়ে কাঁটা দেওয়ার মতো একটি ট্রেলার। টিম 'রাজনীতি'-কে আমার অনেক অনেক শুভেচ্ছা।'
এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সৌরভ লেখেন, 'বৃষ্টি বাদলার দিনে এর থেকে ভাল খবর হতে পারে কি ?/ মনের মানুষ' মনের কথা বললে মনের জোর বাড়ে বইকি …' তাঁর কথাতেও যেন খুশি আর কবিতার ছন্দ।
আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার
আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম