আমদাবাদ : শানদার শুভমান। দুরন্ত শতরানে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম মাতিয়ে দিলেন শুভমান গিল (Subhman Gill)। ১৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে শুভমানের ৫৮ বলে ১০১ রানের রাজকীয় ইনিংসের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hydrabad) বিরুদ্ধে বড় রান খাড়া করল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। নির্ধারিত ২০ ওভারের শেষে গুজরাত ৮ উইকেটে ১৮৮ রান তোলে। গুজরাত ইনিংসের শেষ ওভারে ৪ উইকেট সহ মোট ৫ উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার (Bhubaneshwar Kumar)।


এবারের আইপিএলে প্রথম শতরানের পাশাপাশি চলতি মরসুমে ১৩ ম্যাচে ৫৭৬ রান করে ব্যাটারদের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন শুভমান। আপাতত তাঁর ঝুলিতে ১৩ ম্যাচে ৫৭৬ রান।


গুজরাত তাদের ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহাকে (০) সাজঘরে ফেরান ভুবনেশ্বর কুমার। যদিও তারপর খেলার হাল ধরে নেন শুভমন গিল ও সাই সুদর্শন। প্রথমে ২২ বলে অর্ধশতরান ও তারপর রানের ধারা বজায় রেখে ৫৬ বলে শতরান পূর্ণ করেন শুভমন। মাঝে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় সাই সুদর্শনের। ৩৬ বলে ৬ টি চার ও ১ টি ছয়ের সাহায্যে ৪৭ রানের ইনিংস খেলেন সুদর্শন। পাশাপাশি শুভমরে সঙ্গে ১৪৭ রানের দুরন্ত পার্টনারশিপও জোড়েন তিনি। 


আরও পড়ুন- বরুণ হাতছাড়া হওয়ায় আফশোস যাচ্ছে না সিএসকে শিবিরের


গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য (৮), ডেভিড মিলাররা (৭), রাহুল তেওয়াতিয়ারা (৩) ইনিংস থিতু করতে সাহায্য করতে পারেননি শুভমনকে। যদিও গুজরাতের ব্যাটার কার্যত একা হাতেই টানতে থাকেন দলের ইনিংস। আইপিএলে ১০০০ রানের গণ্ডি টপকানোর পাশাপাশি শতরান পূর্ণ করেন শুভমান। শেষ ওভারে ভুবির চার উইকেটের সুবাদে অবশ্য ১৮৮ রানে থেমে যায় গুজরাতের ইনিংস।                                            






আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি