কলকাতা: দুর্গাপুজোয়  ঠাকুর দেখার অভ্যাস নেই তেমন, পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন তিনি। গত কয়েকটা বছর একরত্তি মেয়েকে নিয়ে সময় কাটে আবাসনের পুজোতেই। তবে এইবছর খুদেকে একটু ঠাকুর দেখার আমেজ চেখে দেখাতে চান তিনি, বাবা হওয়া তারিয়ে তারিয়ে উপভোগ করছেন যে... নতুন ছবি মুক্তির ব্যস্ততা তো রয়েছেই, কিন্তু তার বাইরে কেমন পুজো কাটাবেন সোনাদা ফ্রাঞ্চাইজির 'আবির'? এবিপি লাইভকে সেই গল্প শোনালেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। 


এই বছর পুজোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠাকুর না দেখলেও সে নিয়ে একটু মনখারাপ অর্জুনের। কেমন করে পুজোর দিনগুলো কাটান অভিনেতা? এবিপি লাইভকে অর্জুন বলছেন, 'ছোটবেলার পুজোয় কলকাতায় থাকতাম না। বাবা-মায়ের সঙ্গে ঘুরতে যেতাম আমি আর দাদা। বেশিরভাগ সময়েই পুজো কাটত জঙ্গলে। একটু বড় হওয়ার পরে কলকাতার পুজোর স্বাদটা নিতে শিখি। তবে পুজোয় ঠাকুর দেখার খুব একটা অভিজ্ঞতা নেই কখনোই। বিয়ের পরেও পুজোয় একটু সময় পেলেই বাবা-মায়ের কাছে চলে যাই। পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা হয়। ওই দিনগুলো এক্কেবারে ডায়েট মেনে চলি না। আমি খুব একটা খাদ্যরসিক নই, কিন্তু পুজোর সময় ভালো খাবার কার না মেনুতে রাখতে ইচ্ছা করে!'


আরও পড়ুন: Arjun Chakrabarty Exclusive: 'ফ্রাঞ্চাইজির প্রত্যেকটা ছবি আগেরটার থেকে ভালো হবে, প্রত্যাশার চাপ থাকে'


ছোট্ট মেয়ে অবন্তিকা ধীরে ধীরে বড় হচ্ছে। ওর জন্য পুজো কাটানোয় বদল এসেছে? অর্জুন বলছেন, 'গত ২টো বছর করোনার কারণে ওকে সাবধানে রাখতে হয়েছিল। তবে এই বছর দেখছি পুজোটা বেশ বুঝতে শিখে গিয়েছে ও। আবাসনে পুজো প্রস্তুতি বেশ মন দিয়ে দেখছে। বন্ধুদের সঙ্গে মণ্ডপেও চলে যাচ্ছে। ঠাকুর এলে ওর উৎসাহ আরও বাড়বে আশা করি। ভিড়ে ঘুরতে না পারলেও গাড়ি করে একটু বেরব অবন্তিকাকে নিয়ে। ওকে ঠাকুর দেখানোর আস্বাদটা দিতে চাই।'


মেয়ের জন্য নিজের হাতে কেনাকাটা করার সময় পান অর্জুন? একগাল হেসে উচ্ছসিত হয়ে অভিনেতা বললেন, 'অবশ্যই! জীবনে কখনও নিজের জন্য শপিং করিনি। সৃজার জন্য সামান্য। কিন্তু মেয়ের জামাকাপড় বেছে কিনতে ভীষণ ভাল লাগে। আমি আর সৃজা একসঙ্গে অবন্তিকার জন্য জামাকাপড় কিনে আনি। কেবল জামাকাপড় কেন, অবন্তিকার সমস্ত বিষয়ে মতামত দিতে ভালো লাগে আমার।'


পুজোয় অবন্তিকার জামার সংখ্যা? হেসে অর্জুনের উত্তর, 'গুনিনি, তবে সবাই ওকে এত পোশাক দেয়.. অনেকগুলোই হবে সংখ্যায়।'